নাজমুল হোসেন সানা
পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের শ্যামনগর গ্ৰামে মসজিদে দানের ছাগল বিক্রয় কেন্দ্র করে ফজর আলী গাজী নামের এক একজনের মৃত্যু।
১৮ অক্টোবর শুক্রবার জুম্মা নামাজের পর পাইকগাছা উপজেলার কপিলমুনির শ্যামনগর পশ্চিম পাড়া জামে মসজিদে জুম্মা বাদ দানের ছাগল বিক্রিকে কেন্দ্র করে সংঘর্ষে ফজর আলী গাজী নামে এক মুসল্লির মৃত্যু হয়েছে।
পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের শ্যামনগর গ্রামের (শ্যামনগর পশ্চিম পাড়া জমে মসজিদে) একই গ্রামের আবু বাক্কার শেখ নামে এক ব্যক্তি একটি ছাগল দান করে। সেই ছাগল মসজিদে নিয়ম অনুযায়ী ডাক উঠা শুরু হলে এই সংঘর্ষ হয় বলে জানতে পারি।
মসজিদের সভাপতি মমিন গাজী জানান,
জুম্মার নামাজ শেষে দানের ছাগল প্রকাশ্যে ডাকে বিক্রয়ের জন্য ডাক শুরু হলে মোস্তফা গাজী, বুলবুল গাজী, রহমত গাজী, কাদের সরদারসহ ১০/১২ জন মিলে ফজর গাজী, শাহিন সরদারের উপর হামলা করে। এসময় উভয় পক্ষের ৪জন মারাত্বক আহত হয়। স্থানীয় মুসল্লিরা আহতদের পাইকগাছা হাসপাতালে ভর্তি করে।