অন্যান্য

পাইকগাছায় নছিমন গাড়ি উল্টে আহত ইউপি সদস্য।

  প্রতিনিধি 10 October 2024 , 3:20:20 প্রিন্ট সংস্করণ

নাজমুল হোসেন সানা

পাইকগাছায় নছিমন গাড়ি উল্টে মাথা আঘাত পেয়ে আহত হয়েছেন ইউপি সদস্য মোঃ মুনছুর সরদার

৯ অক্টোবর বিকালে দিকে পাইকগাছা রাড়ুলী ইউনিয়নের আরাজী ভবানীপুর গ্ৰামের আনছার সরদারের ছেলে মোঃ মুনছুর সরদার পাইকগাছায় মেলাতে দোকানের মালা- মাল নিয়ে যাওয়ার যাওয়া পথে নছিমন গাড়ি উল্টে খাদে পড়ে মাথা আঘাত পান। ততপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবং ডাক্তার বলেন তার মাথায় অপারেশন করা লাগবে। এখন তিনি খুলনা গাজী মেডিকেলে ভর্তি রয়েছে। খুব দ্রুত তার মাথার অপারেশন হবে বলে জানিয়েছেন। এবং তার জন্য দোয়া চেয়েছেন তিনি যেনো দ্রুত সুস্থ হয়ে যান।

তিনি পাইকগাছায় রাড়ুলী ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের মেম্বার এবং ব্যবসায়িক কাজে কর্মরত আছেন।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ