নাজমুল হোসেন সানা
১৯ অক্টোবর সকালে ভারি বৃষ্টিপাতের সাথে বজ্রপাতে এক স্বামী পরিত্যক্তা দিনমজুর গৃহবধূর মৃত্যু হয়েছে। মৃত গৃহবধূ লাকী খাতুন (৪৫) উপজেলার লক্ষীখোলা গ্রামের তোফাজ্জেল সরদারের মেয়ে। এ ঘটনায় ওড়াবুনিয়া গ্রামের সন্তোষ সানা(৫২) ও তার স্ত্রী সুভদ্রা সানা(৪০) আহত হয়।
আহত সুভদ্রার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। শনিবার সকাল সাড়ে ৯টার দিকে আনিসুর রহমান ভুট্টর চিংড়ি ঘেরে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও স্থানীয় প্রশাসন সূত্রে জানা গেছে ঘটনার দিন সকালে হতাহতরা সবাই একই সঙ্গে কেওড়াতলাস্থ জৈনক ব্যক্তির চিংড়ি ঘেরে দিনমজুরের কাজ করছিল। প্রচুর বৃষ্টিপাতের মধ্যে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই হতভাগী লাকী খাতুনের মৃত্যু করুণ মৃত্যু হয় এবং সন্তোষ সানা দম্পতি আহত হয়। আহত সুভদ্রার অবস্থা আশংকাজনক হলেও তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাঃ সঞ্জয় কুমার মন্ডল বলেন চিকিৎসা প্রদান করার পর সুভদ্রা অনেকটাই সুস্থ হয়েছে তবে তিনি পুরোপুরি শঙ্কা মুক্ত নন। একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।