নাজমুল হোসেন সানা (পাইকগাছা, খুলনা)
পাইকগাছায় ব্যবসায়ীর নিকট থেকে চাঁদার টাকা নেয়ার সময় দুই জনকে জনতা আটক করে পুলিশে দিয়েছে। রবিবার সকালে উপজেলার গড়ইখালীর গাংরক্ষি বাজারে এ ঘটনা ঘটেছে।
আটককৃতরা হলো দাকোপ উপজেলার নলিয়ানের খোকন গাজীর ছেলে জামিরুল গাজী ( ২৮) ও একই গ্রামের সায়েম খানের ছেলে বাপ্পী খান (২৮) রানা। এলাকাবাসী জানান তারা দুইজনই সুন্দরবনের জলস্যু। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
মামলা সুত্রে জানাগেছে,গত রবিবার দিনগত রাত সাড়ে ১২ টার দিকে গাংরক্ষি বাজার সংলগ্ন চিংড়ি ঘেরের বাসা থেকে কুমখালীর ব্যবসায়ী সুকুমার মন্ডল'কে জামিরুল ও বাপ্পি ডেকে নিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। এক পর্যায়ে জামিরুল ও বাপ্পি সুকুমারের দোকান থেকে নগদ কিছু টাকা ও মোবাইল নিয়ে চলে যায়।
পরে তারা বাকি টাকা না দিলে পরিনতি ভালো হবে না এমন হুমকি দিয়ে চলে যায়। সর্বশেষ এ চক্রটি আরারোও একই স্টাইলে শনিবার গভীর রাতে দু'উপজেলা সিমান্ত হড্ডা মিষ্টি পুকুর সংলগ্ন শিবসা নদীর পাড় থেকে স্থানীয় মৃতঃ চিব্রত বিশ্বাস এর ছেলে মৎস্যজীবী বিশ্বজিৎ বিশ্বাস'কে তুলে নিয়ে যায়। এ ব্যাপারে বিশ্বজিৎ জানান, আমি মুলত সুন্দরবনে মাছ-কাঁকড়া ধরে জীবন কাটাই। দুর্বৃত্তরা রাত ৩ টার দিকে তুলে নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরাতে থাকে। সকাল হলে আমাকে নিয়ে গাংরক্ষি বাজারের ছলের চা দোকানে আসে। এ সময় তাদের গতিবিধি দেখে স্থানীয়দের সন্দেহ সৃষ্টি হয়। এক পর্যায়ে সুকুমার মন্ডল ঘটনাস্থলে এসে এদেরকে সনাক্ত করলে এলাকাবাসী দু'জনকে আটক করে পুলিশ'কে জানায়। বাইনবাড়ীয়া পুলিশ ক্যাম্পের আইসি এসআই আঃ আহাদ এ দু'জন'কে উদ্ধার করে থানা হেফাজতে আনা হয়েছে। এ ঘটনায় ব্যবসায়ী সুকুমার মন্ডল বাদী হয়ে পালাতক দু'ব্যক্তিসহ আটক জামিরুল ও বাপ্পী বিরুদ্ধে থানায় চাঁদাবাজির মামলা করেছেন।
ওসি মোঃ সবজেল হোসেন জানান, এ ঘটনায় আরোও কারা-কারা জড়িত আছে সে জন্য ধৃতদের জিগাজ্ঞাসাবাদ চলচ্ছে। তিনি আরোও জানান, বাপ্পী'র বিরুদ্ধে দাকোপ থানায় ৩টি চুরি ও ১টি মাদকের মামলা আছে।