অন্যান্য

পাইকগাছায় মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার

  প্রতিনিধি 25 February 2025 , 10:00:24 প্রিন্ট সংস্করণ

নাজমুল হোসেন সানা (পাইকগাছা ,খুলনা)
পাইকগাছায় মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে সুরতহাল রিপোট শেষে ময়না তদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। থানায় অপমৃত মামলা হয়েছে।
মামরার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক খাযরুল আলম জানান, উপজেলার বাঁকা ঘোষপাড়া গ্রামের মৃত বিষ্টুপদ ঘোষের ছেলে হাজু ঘোষ (৬৫) এর বসতঘর থেকে দুর্গন্ধ বের হলে এলাকাবাসী পুলিশ কে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে হাজু ঘোষের অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ আংশিক পঁচে যাওয়ায় দুই তিন দিন আগে যেকোনো সময় হাজু ঘোষ টিনসেডের নিজ বসত ঘরের আড়ায় গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে। হাজু মানসিক ভারসাম্যহীন ছিলেন। একমাত্র মেয়ে ছাড়া তার পরিবারের আর কেউ নাই। ঘটনার সময় তার মেয়েটাও এলাকার বাইরে ছিল। মৃতদেহ উদ্ধার করা ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে বলে ওসি সবজেল হোসেন জানিয়েছেন।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ