পাইকগাছায় শিবাটি ব্রিজের টোল বন্ধের দাবিতে প্রতীকী অনশন কর্মসূচি পালন করেছে এলাকার যুবকেরা।
যুবকদের একটা অংশ প্রস্তাবিত সুন্দরবন জেলা বাস্তবায়ন কমিটির ব্যানারে বৃহস্পতিবার দুপুর ১ থেকে ১.৩০ পর্যন্ত উপজেলা পরিষদের মূল ফটকে সামনে এ প্রতীকী অনশন কর্মসূচি পালন করে।
এসময় উপস্থিত ছিলেন এডভোকেট সাইফুদ্দিন আহমেদ সুমন, সংবাদিক রাবিদ মাহমুদ, সায়েদ আলী, মঈন উদ্দিন শিমুল, মাহফুজ, তিতাস, বাপ্পি আরও অনেকে।
এখানে এডভোকেট সাইফুদ্দিন আহমেদ সুমন বলেন:- কয়রা সহ পাইকগাছায় দুই তিনটা ইউনিয়নের লোকে পাইকগাছা পৌরসভার যাওয়া জন্য শিবাটি ব্রিজের যে টোল নেওয়া হয় ওটা বন্ধ করার দাবি জানান। তিনি বলেন আমরা কোনো ভিসা পাসপোর্টের মতো টোল নিয়ে পৌরসভায় ধুঁকতে চাই না।