অন্যান্য

পাওনা টাকা চাওয়ায় আনোয়ারায় ছুরিকাঘাতে যুবক খুন

  প্রতিনিধি 18 March 2025 , 5:35:07 প্রিন্ট সংস্করণ

 

মোহাম্মদ আয়াজ উদদীন রানা 

বিশেষ প্রতিনিধি চট্টগ্রাম জেলা

 

চট্টগ্রামের আনোয়ারায় পাওনা টাকা চাওয়ায় মানিক (৩২) নামে এক যুবক ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। মানিক পরৈকোড়া ইউনিয়নের ভিংরোল গ্রামের মোহাম্মদ সৈয়দের ছেলে।

 

সোমবার (১৭ মার্চ) রাতে পরৈকোড়া ইউনিয়ন পূর্ব কৈন্যারা গ্রামের ভেন্ডারঘাটা এলাকায় এ ঘটনা ঘটে।

 

জানা গেছে, পাওয়া টাকা চাওয়াকে কেন্দ্র করে রাসেল ও মানিকের বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে রাসেল তার হাতে থাকা ছুরি দিয়ে মানিককে আঘাত করে। এ সময় ছুরির আঘাতে গুরুতর জখম মানিককে প্রথমে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত ২টায় তার মৃত্যু হয়।

 

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মনির হোসেন বলেন, টাকা পাওয়াকে কেন্দ্র করে রাসেল নামে এক যুবক মানিক নামের একজনকে ছুরিকাঘাতে হত্যা করেছে বলে শুনেছি। তার লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

 

 

 

 

 

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ