অন্যান্য

পাচারের সময় ১৭ টি কচ্ছপ সহ শুকলাল বিশ্বাস আটক।

  প্রতিনিধি 6 November 2024 , 6:27:01 প্রিন্ট সংস্করণ

গলাচিপা উপজেলা প্রতিনিধি

প্লাস্টিকের বস্তা কারে পাচারের সময় পটুয়াখালী গলাচিপায় ১৭টি জীবন্ত কচ্ছপ সহ এক ব্যবসায়ী আটক হয়েছে। আটককৃত সুকলাল বিশ্বাস চর কাজল ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের শৈলিন বিশ্বাস এর পুত্র। তিনি দীর্ঘদিন ধরে কচ্ছপ বিক্রি ও পাচারের সাথে জড়িত বলে জানান বন বিভাগের মোঃনাঈম হোসেন। সোমবার (৪ নভেম্বর) সকালে গোপন তথ্যের ভিত্তিতে বদনাতলী ঘাট থেকে সুকলাল কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১টি প্লাস্টিকের বস্তায় ১৭ টি জীবন্ত কচ্ছপ উদ্ধার করা হয়। জানা যায় সুকলাল বিশ্বাস দীর্ঘদিন ধরে বিপন্ন কচ্ছপ পাচার ব্যবসার সাথে জড়িত। এর আগে কচ্ছপ পাচারকালে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে বন বিভাগ এবং স্বেচ্ছসেবী প্রনিকল্যানও পরিবেশবাদী সংগঠন এনিম্যাল লাভার্স অব পটুয়াখালী সদস্যরা তাকে আটক করে। পরে মোবাইল কোট এর মাধ্যমে বন্যপ্রাণী সংরক্ষণ আইন ২০১২ অনুচ্ছেদ (৬) এবং অনুচ্ছেদ (২৬) অনুযায়ী সুকলালকে এক বছরের জন্য বিনাশ্রম কারাদণ্ড এবং এক হাজার অর্থদণ্ড দেওয়া হয়েছে। মোবাইল কোট পরিচালনা করেন সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃনাছিম রেজা । অভিযানে ছিলেন বন বিভাগের মোঃনাঈম হোসেন খান ও এনিম্যাল লাভার্স পটুয়াখালী গলাচিপা উপজেলা টিম লিডার মোঃ সোহেল হোসেন রাসেল প্রমুখ। সহকারী কমিশনার ভূমি নাছিম রেজা বলেন, জীব বৈচিত্র্যে রক্ষা ও বিপন্ন বন্য রানী রক্ষায় সরকার আইন করেছে। সেই আইন ভঙ্গ করে বিক্রির উদ্দেশ্য পাচারের সময় সুকলাল বিশ্বাস আটক হয়।তাকে বন্যপ্রাণী সংরক্ষার আইন ২০১২ এ যে ধারা রয়েছে সে অনুযায়ী জেল ও জরিমানা করা হয়েছে।আটককৃৃত আসামিকে জেল হাজতে পাঠাতে থানায় প্রেরন ওউদ্বার হওয়া ১৭টি জীবন্ত কচ্ছপ উন্মুক্ত জলাশয় খাল ও নদীতে অবমুক্ত করা হয়েছে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ