অন্যান্য

পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথ বন্ধ নদীতে আটকে আছে চার টি ফেরি

  প্রতিনিধি 12 December 2024 , 7:23:22 প্রিন্ট সংস্করণ

নিজস্ব প্রতিবেদকঃ

 

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌপথে ফেরি চলাচল বন্ধ আছে। প্রতিটি নৌপথের মাঝ নদীতে আটকে আছে দুটি করে মোট চারটি ফেরি।বৃহস্পতিবার সকালে ফেরি বন্ধের বিষয়টি নিশ্চিত করেন বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী।

 

বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ জানায়, বুধবার সন্ধ্যার পর থেকেই নদীতে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। কুয়াশার কারণে চ্যানেলের মার্কিং পয়েন্ট অস্পষ্ট হয়ে গেলে আরিচা-কাজিরহাট নৌপথে ১১টা ৫০ মিনিটের দিকে ফেরি সার্ভিস বন্ধ করে দেওয়া হয়। অপরদিকে, একই কারণে রাত ৩টা ১০ মিনিটের দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথেও ফেরি চলাচল সাময়িক বন্ধ রাখা হয়। আর প্রতিটি নৌপথে দুটি করে মোট চারটি ফেরি মাঝ নদীতে আটকে আছে।বিআইডব্লিউটিসির উপ-মহাব্যবস্থাপক (বাণিজ্য) নাসির মোহাম্মদ চৌধুরী জানায়, দুর্ঘটনা এড়াতে দুটি নৌপথেই ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। কুয়াশার তীব্রতা কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক করা হবে। আর ঘাট এলাকায় পারাপারের অপেক্ষায় থাকা যানবাহনগুলোকে সিরিয়াল অনুযায়ী পাড় করা হবে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ