মোঃ ইসমাইল হোসেন।
চাঁপাইনবাবগঞ্জের আমনুরা নাচোল মহাসড়কের পুকুরের পার্শ্বে ড্রেনের কাজ চলছে।
বৃহস্পতিবার ১৯ জুন এলাকাবাসীর সূত্রে জানতে পেরে সেখানে গিয়ে দেখি পানি ও কাদা থাকা অবস্থায় ঢালাই চলছে স্বচ্ছ বালি দিয়ে।
এতে নেতৃত্ব দেন রনক ঠিকাদারের ম্যানেজার মিলন রেজা। মুঠোফোনে রনক ঠিকাদারের সাথে যোগাযোগের জন্য কল দিলে রিশিভ না করে কেটে দেয়।
এতে করে এলাকাবাসী কাজ টা বন্ধ করে দেয়। এ কাজে ব্যাপক অনিয়ম হওয়ায় জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে এলাকাবাসী।