অন্যান্য

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় ভোক্তা অধিকারের অভিযানে ৩২ হাজার টাকা জরিমানা।

  প্রতিনিধি 23 April 2025 , 1:51:43 প্রিন্ট সংস্করণ

বাবুল আকতার

 

 

পাবনার ভাঙ্গুড়ায় শরৎনগর বাজার ও ভাঙ্গুড়া বাজারে ২৩ এপ্রিল ২০২৫ বুধবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান পরিচালিত করা হয়। অভিযান টি সকাল ১১ টা থেকে দুপুর ২ টায় পর্যন্ত পরিচালিত হয়েছে। অভিযান টি অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মাহমুদ হাছান রনি নেতৃত্বে পরিচালিত হয়। এই অভিযানে বিভিন্ন অনিয়মের অভিযোগ তুলে ধরে এবং মোট ৫ টি প্রতিষ্টানকে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

শরৎনগর বাজার সেলিম সুইটস ও মুসলিম সুইটসকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ২০০৯ এর ৩৭ও ৩৮ ধারা লঙ্ঘনের দায়ে প্রত্যেককে ৪ হাজার টাকা করে জরিমানা করা হয়।

অপর দিকে ভাঙ্গুড়া বাজারে নাবিম ফার্মেসিকে ৩৭ ধারা ১০ হাজার টাকা, স্বাদ প্লাস রেস্টুরেন্টে অ্যান্ড বেকারিকে ৪৩ ধারায় ৪ হাজার টাকা, এবং আবেদ ডেন্টাল কেয়ারকে ৫২ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সহযোগিতা করেন পাবনা জেলার আনসার ব্যাটালিয়ানের একটি টিম এবং ভাঙ্গুড়া থানার পুলিশ বাহিনীর সদস্য।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ