অন্যান্য

পায়রা নদীতে গোসলে নেমে ডুবে গেল তায়েবা, আড়াই ঘণ্টা পর মিলল নিথর দেহ

  প্রতিনিধি 5 May 2025 , 6:56:43 প্রিন্ট সংস্করণ

সাকিব হোসেন, পটুয়াখালী  প্রতিনিধি:

পটুয়াখালীর দুমকিতে পায়রা নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মৃত্যু হয়েছে তায়েবা (৮) নামে এক শিশুর। সোমবার (৫ মে) দুপুরে উপজেলার লেবুখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের কারিকরপাড়া এলাকায় এ হৃদয়বিদারক ঘটনাটি ঘটে।

 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, দুপুর ২টার দিকে কারিকরপাড়ার বাসিন্দা জামাল কারিকরের কন্যা তায়েবা বাড়ির পাশের পায়রা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হয়। খোঁজাখুঁজির একপর্যায়ে পরিবারের লোকজন পটুয়াখালী ফায়ার সার্ভিসকে খবর দেয়।

 

পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে এসে টানা আড়াই ঘণ্টা তল্লাশির পর বিকেল ৫টার দিকে মাছ ধরার জালের সাহায্যে শিশুটির নিথর দেহ উদ্ধার করে।

 

দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। পরিবারের পক্ষ থেকে যদি কোনো আপত্তি না থাকে, তাহলে লাশ দাফনের অনুমতি দেওয়া হবে। তবে কেউ আপত্তি জানালে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ