অন্যান্য

পার্ক স্ট্রিটের ‘তন্ত্রা’ মাতালেন ঋতুপর্ণা: শাড়িতে ঝলমলে নায়িকা, ছন্দে মেতে উঠলো নাইট ক্লাব!

  প্রতিনিধি 22 July 2025 , 10:42:40 প্রিন্ট সংস্করণ

 

কলকাতা, ২১ জুলাই: নাচ, গান, আলো ঝলমলে পরিবেশ আর ক্যামেরার ঝলকানি—গতকাল সন্ধ্যায় পার্ক স্ট্রিটের বিখ্যাত নাইট ক্লাব ‘তন্ত্রা’ যেন পরিণত হয়েছিল এক মায়াবী রুপালি জগতে। আর সেই রূপকথার কেন্দ্রবিন্দুতে ছিলেন ওপার বাংলার জনপ্রিয় এবং চিরসবুজ অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। বহু হৃদয় জয় করা এই তারকা এবার ধরা দিলেন সম্পূর্ণ এক ভিন্নরূপে। তার নতুন ছবি ‘গুডবাই মাউন্টেন’-এর মিউজিক লঞ্চ অনুষ্ঠানে তাকে দেখা গেল নৃত্যে মাতোয়ারা হয়ে উঠতে, যা উপস্থিত সবাইকে মুগ্ধ করেছে।
ফোক গানে মোহময়ী ঋতুপর্ণা, পার্টি নিয়ে অকপট স্বীকারোক্তি
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, এই বিশেষ সন্ধ্যায় ঋতুপর্ণা এসেছিলেন এক অনিন্দ্যসুন্দর শাড়িতে। তার উপস্থিতি নাইট ক্লাবটির পরিবেশকে করে তুলেছিল আরও জাঁকজমকপূর্ণ। অনুষ্ঠানের শুরুতে ছবির গানগুলো পরপর দেখানো হয়, যা দর্শকদের মধ্যে বেশ আগ্রহ তৈরি করে। মিউজিক লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনপ্রিয় গায়িকা স্বাগতালক্ষ্মী দাশগুপ্তও।
পার্ক স্ট্রিটে পার্টি করতে কেমন লাগে—এমন প্রশ্নের জবাবে ঋতুপর্ণা তার স্বভাবসুলভ ভঙ্গিমায় বলেন, “পার্টি করার কিছু জিনিসের সঙ্গে আমার সে রকম যোগ নেই। যেমন অ্যালকোহল থেকে দূরে থাকি। তবে বন্ধুরা সবাই মিলে আনন্দ করার যে বিষয়টা সেটা ভালো লাগে।” তিনি আরও জানান, পার্ক স্ট্রিটে তার পার্টি করার আরও কিছু কারণ রয়েছে। এর অন্যতম কারণ হলো, তার বাড়ি রবিনসন স্ট্রিটে, পার্ক স্ট্রিটের একদম কাছে। তাই এখানে এলে তার বাড়ির কাছাকাছি থাকার অনুভূতি হয়। ছোটবেলায় পার্ক স্ট্রিটের কেক শপে আসার স্মৃতিও রোমন্থন করেন তিনি।
এই রাতে শাড়িতে ঋতুপর্ণাকে লাগছিল এক কথায় মোহময়ী। ‘গুডবাই মাউন্টেন’ ছবিতে একটি মন ছুঁয়ে যাওয়া ফোক গান রয়েছে। সেই গানের তালে ঋতুপর্ণার স্বতঃস্ফূর্ত নৃত্য এদিনের রাতটাকে করে তোলে আরও বেশি জমজমাট।
প্রেমের গল্প নিয়ে ‘গুডবাই মাউন্টেন’, মুক্তি ২৫ জুলাই
নিজের নতুন সিনেমা প্রসঙ্গে অভিনেত্রী বলেন, “এখন প্রেম প্রায় হারিয়েই যাচ্ছে। সেখানে পাহাড়ের প্রেক্ষাপটে এই প্রেমের গল্পটা অনেকের মন ছুঁয়ে যাবে বলেই আমার মনে হয়।”
ইন্দ্রাশিস আচার্য্য পরিচালিত এই সিনেমায় ঋতুপর্ণা সেনগুপ্ত ছাড়াও অভিনয় করেছেন ইন্দ্রনীল সেনগুপ্ত, অনন্যা সেনগুপ্ত, জয়শ্রী অধিকারীসহ আরও অনেকে। এই বছরের ২৫ জুলাই চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। ঋতুপর্ণার ভিন্নধর্মী এই উপস্থাপন এবং নতুন সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে এখন বেশ আগ্রহ তৈরি হয়েছে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ