প্রতিনিধি 3 October 2024 , 5:36:38 প্রিন্ট সংস্করণ
পার্বত্য জেলা বান্দরবানের বিভিন্ন এলাকায় ম্যালেরিয়া রোগের চেয়ে ডেঙ্গু রোগে আক্রান্ত রোগের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বান্দরবান সদর হাসপাতালের তথ্য অনুযায়ী জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসা নেয়া ডেঙ্গু রোগীর মোট সংখ্যা ২৮৬ জন। এর মধ্যে সেপ্টেম্বর মাসে আক্রান্ত হয়েছিল ১১৭ জন। চলতি মাসে ডেঙ্গু রোগে আক্রান্ত সংখ্যা ১২ জন হলেও আরো বাড়ার আশঙ্কা করা হচ্ছে। বান্দরবান সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক বলেন বর্তমানে বান্দরবান সদর হাসপাতালে ২২জন ডেঙ্গু রোগী আক্রান্ত হয়ে ভর্তি আছেন। এদের মধ্যে ৫ জন শিশু চিকিৎসা নিচ্ছেন বলে জানা যায়।
ডেঙ্গু ভাইরাস জনিত গ্রীষ্মকালীন রোগ।
এডিস মোশার কামড়ের মাধ্যমে ভাইরাস সংক্রমনের তিন থেকে ১৫ দিনের মধ্যে সাধারণত ডেঙ্গু জ্বরের উপসর্গ গুলো দেখা দেয়। ডেঙ্গু জ্বরের উপসর্গগুলির মাঝে রয়েছে জ্বর, মাথা ব্যাথা,বমি, পেশিতে ও গাঁটে ব্যাথা, এবং পুরো শরীরে ফুসকুড়ি। আগস্ট থেকেই ডেঙ্গু রোগী বেশি দেখা দেয়। বৃষ্টি আদ্রতা এডিস মশার ঘনত্বসহ নানা বিষয়ে বিবেচনার ডেঙ্গুর সর্বোচ্চ সংক্রমণ হচ্ছে। এডিস মশা যাকে কামড় দিবে তারই ডেঙ্গু হওয়ার সম্ভাবনা বেশি থাকে।