প্রতিনিধি 15 January 2025 , 4:02:16 প্রিন্ট সংস্করণ
গুরুদাসপুর উপজেলা প্রতিনিধি
নাটোরের গুরুদাসপুরে একই গ্রামে এক প্রবাসীর স্ত্রী ও কলেজ ছাত্রের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) দিবাগত রাত ৯টা ও বুধবার সকাল ৮টার সময় উপজেলার খুবজীপুর ইউনিয়নের পিপলা এবং চরপিপলা গ্রামে এ ঘটনা ঘটেছে।
নিহত রাকিবুল হাসান (১৮) পিপলা গ্রামের আলতাব হোসেনের ছেলে ও আতিয়া খাতুন (২৬) চরপিপলা গ্রামের মালোশিয়া প্রবাশী মোক্তার হোসেনের স্ত্রী। তবে কি কারনে আত্মহত্যা করেছে পরিবার ও স্থানীয়রা কেউ নিশ্চিত করতে পারেনি।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম সারওয়ার হোসেন বলেন, উপজেলার খুবজীপুর এলাকার গলায় ফাঁস লাগানো অবস্থায় নিজ বাড়ি থেকে রাকিবুল হাসানের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
অপরদিকে গ্যাস টেবলেট পান করে চিকিৎসাধিন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে আতিয়া খাতুন নামের এক প্রবাসির স্ত্রী মারা গেছে। দুটি আত্মহত্যা কারন উদঘাটন করতে পুলিশ কাজ শুরু করেছে বলেও জানান তিনি।