অন্যান্য

পিরোজপুরে ইয়াবা ও গাঁজা সহ ০৫ মাদক কারবারি গ্রেপ্তার

  প্রতিনিধি 15 February 2025 , 5:21:00 প্রিন্ট সংস্করণ

 

মো: নাজমুল হোসেন পিরোজপুর প্রতিনিধি :

 

পিরোজপুর সদর থানা পুলিশ ও জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে মা ছেলে সহ ০৫ মাদক কারবারিকে গ্রেফতার করেছে।

 

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপারেশন) মো: মুকিত হাসান খান এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

বৃহস্পতিবার গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে শহরের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ০৭ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট ও নগদ মাদক কারবারীর ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।

 

প্রেস বিজ্ঞপ্তিতে অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান বলেন, বৃহস্পতিবার গভীর রাতে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আব্দুস সোবহান এর নেতৃত্বে সদর উপজেলার শংকরপাশা ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামে অভিযান চালিয়ে ০৫ কেজি গাঁজা, ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট ১০ হাজার টাকা সহ মাদক কারবারি গোল বানু ও তার ছেলে রাজীব খান এবং মো: রবিউল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।

 

একই রাতে জেলা গোয়েন্দা (ডিবি)পুলিশের এসআই নুরুল আমিন এর নেতৃত্বে আরেকটি অভিযানে পৌর এলাকার মুক্তার কাঠি গ্রাম থেকে ২৫০ গ্রাম গাঁজাসহ আলমগীর নামে অপর এক মাদক কারবারি কে গ্রেফতার করা হয়।

 

এছাড়া শুক্রবার ভোর রাতের দিকে সদর থানার এস আই মোজাম্মেল হোসেনের নেতৃত্বে পৃথক অভিযানে উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের আল আমিনের বসত ঘর থেকে ২ কেজি গাঁজা সহ মাদক কারবারি নাজমা আক্তার কে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় পিরোজপুর সদর থানায় ০৩টি মামলা দায়ের করা হয়েছে।

 

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার মুকিত হাসান খান বলেন, পিরোজপুর জেলায় মাদক, জঙ্গিবাদ, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড দূর করতে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

মোবাইল নং ০১৭১৪ ২৩৩ ৮০৫

 

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ