প্রতিনিধি 8 April 2025 , 2:28:38 প্রিন্ট সংস্করণ
পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের দূর্গাপুর ইউনিয়নের মধ্যম চুঙ্গাপাশা গ্রামে অনুষ্ঠিত হয়েছে গ্রামীণ ঐতিহ্যের প্রতীক ঘোড়ার দৌড় প্রতিযোগিতা। চুঙ্গাপাশা যুবসমাজের আয়োজনে বিকেলে গ্রামের বিশাল মাঠে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা।
ঘোড়ার দৌড়কে ঘিরে এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ। শিশু, নারী, পুরুষ, বৃদ্ধসহ হাজারো দর্শনার্থী প্রতিযোগিতা উপভোগ করতে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন। মাঠজুড়ে বসে মেলা, উঠে নানা ধরনের দোকানপাট, আর দর্শকদের উল্লাসে মুখরিত হয়ে ওঠে চারপাশ।
আয়োজক কমিটি জানায়, বাংলার ঐতিহ্যবাহী ঘোড়ার দৌড় আজ হারিয়ে যেতে বসেছে। এই ঐতিহ্য রক্ষা ও নতুন প্রজন্মের মাঝে এর গুরুত্ব তুলে ধরতেই এই আয়োজন। তারা জানান, ভবিষ্যতেও প্রতিবছর নিয়মিতভাবে এমন আয়োজন চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে।
দর্শনার্থীরা জানান, তারা এমন একটি ঐতিহ্যবাহী আয়োজন উপভোগ করতে পেরে খুবই আনন্দিত। অনেক শিশু জীবনে প্রথমবারের মতো ঘোড়ার দৌড় দেখে দারুণ উৎসাহিত হয়েছে।
প্রতিযোগিতায় অংশ নেয় মোট ছয়টি ঘোড়া, যেগুলো বরিশালের বাকেরগঞ্জ থেকে আগত। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন কবির সিকদার, দ্বিতীয় হন আবদুল আজিজ সিকদার এবং তৃতীয় স্থান লাভ করেন মনসের হাওলাদার। শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।