পিরোজপুর জেলা প্রতিনিধি :
পিরোজপুর -১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী,আল্লামা সাঈদী পুত্র,সাবেক উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০ টা থেকে দিনব্যাপী উপজেলার সদর ইউনিয়নের বিভিন্ন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা এবং বিভিন্ন হাট-বাজার ও জনসমাগম স্থানে গণসংযোগ করেন।
মাসুদ সাঈদী জামায়াতে ইসলামীর স্থানীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে উপজেলার এফ.করিম আলিম মাদ্রাসা,বিজিএস মহিলা দাখিল মাদ্রাসা, সরকারি ইন্দুরকানী কলেজ, সরকারি ইন্দুরকানী সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়,ইন্দুরকানী মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়, পিএস (পঞ্চগ্রাম সম্মিলনী) মাধ্যমিক বিদ্যালয় এবং পওাশী জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শিক্ষক- শিক্ষার্থীদের সাথে এ মতবিনিময় সভা করেন এবং উপজেলার বিভিন্ন হাট- বাজার ও জনসমাগম স্থানে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষদের সাথে কুশল বিনিময় করেন।
মাসুদ সাঈদী শিক্ষক- শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠানে বলেন, একটি দেশের উন্নতি অবনতি নির্ভর করে সুশিক্ষিত,যোগ্য ও সঠিক নেতৃত্বের। যোগ্য,দক্ষ সঠিক নেতৃত্ব গড়ে তুলতে হলে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে,আদর্শ পুর্ণ মনোভাব থাকতে হবে, আদর্শ ও নৈতিকতা অর্জন করতে হবে। যে জাতিগত যত শিক্ষিত সে জাতি তত উন্নত। এক্ষেত্রে পারিবারিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
শিক্ষকরাই নৈতিকতা, সততা,চরিত্রবান, নেতৃত্বপূর্ণ মনোভাব ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা পালন করেন। শিক্ষকদেরকে সঠিক ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। শিক্ষার্থীরা শিক্ষকদের নিকট সন্তানতুল্য। প্রত্যেকটি শিক্ষার্থীদের উচিত শিক্ষকদের সম্মান করা। তাদের আচার-আচরণ বা কোন কর্মের দ্বারা তাদেরকে কষ্ট না দেওয়া। শিক্ষক- শিক্ষার্থী একে অপরের পরিপূরক হিসেবে ভূমিকা পালন করতে পারলে তবেই আদর্শবান হিসেবে গড়ে তুলতে সহজ হবে। তবেই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে
এছাড়া তিনি উপজেলার বিভিন্ন হাট-বাজার ও জনসমাগম স্থানে বিভিন্ন শ্রেণী ও পেশার মানুষদের সাথে কুশল বিনিময় করেন, খোঁজখবর নেন ও দোয়া প্রার্থনা করেন। এ সময় সদর ইউনিয়ন জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ,উপজেলা জামায়াতে ইসলামীর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও সঙ্গে ছিলেন।
মোবাইল নং ০১৭১৪ ২৩৩ ৮০৫