প্রতিনিধি 13 September 2024 , 3:57:18 প্রিন্ট সংস্করণ
সাজ্জাদ হোসেন সাগর
স্টাফ রিপোর্টার।
রংপুরের পীরগাছা উপজেলার পীরগাছা রেলষ্ট্রেশনের পূর্ব পাশের্^র অটো স্থান থেকে প্রতি বছর ৯৬ হাজার টাকা চাঁদাবাজি হয়ে থাকে।
পীরগাছা রেলষ্ট্রেশন পূর্বপাশের অটোস্থানের সাধারণ সম্পাদক আব্দুল মাজেদ সরদার বলেন, আমরা প্রতিবছর ৯৬ হাজার টাকার মত চাঁদার টাকা উঠিয়ে থাকি। তবে প্রতিবছর ৯৬ হাজার টাকা চাঁদাবাজি হয়ে থাকে ব্যাপারটা কিন্তু তা নয়। কোন কোন বছর চাঁদার টাকা কমবেশি হয়ে থাকে।
এই চাঁদার টাকা তিনি কোন কাজে ব্যায় করেন জানতে চাইলে তিনি বলেন, প্রতি বছর আমরা বনভোজনের আয়োজন করি। সেখানে খরচ হয়ে থাকে ৩৫ হাজার টাকা। রেলওয়ে জামে মসজিদে দেই দশ হাজার চারশত টাকা, অটোচালকদের পক্ষ থেকে বিয়ের দাওয়াত দিলে সেখানে দেই তিন হাজার টাকা, আকিকার দাওযাত দিলে সেখানে দেই দুই হাজার টাকা। বাকি টাকা বিভিন্ন সময়ে রংপুর সহ বিভিন্ন স্থানে দুর্ঘটনায় পরলে সেখান থেকে অটোকে নিয়ে আসতে খরচ হয়।