প্রতিনিধি 10 January 2025 , 2:25:57 প্রিন্ট সংস্করণ
নিউজ ডেস্ক
নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার বৈঠকের আয়োজন চলছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ফ্লোরিডার মার-এ-লাগো রিসোর্টে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান এ মার্কিন নেতা। খবর বিবিসির।তবে বৈঠককটি কবে অনুষ্ঠিত হবে সে ব্যাপারে কোনো তথ্য দেননি ট্রাম্প। সংবাদ সম্মেলনে তিনি বলেন, তিনি (পুতিন) বৈঠক করতে চান। আমরা এর আয়োজন করছি।’ জবাবে রুশ প্রেসিডেন্টের কার্যালয় ক্রেমলিন বলেছে যে, তারা আলোচনার জন্য উন্মুক্ত। তবে এ ব্যাপারে বিস্তারিত তথ্য নিশ্চিত করা হয়নি।আগামী ২০ জানুয়ারি আনুষ্ঠানিকভোবে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। আর মাত্র ১০ দিন বাকি আছে। শপথ নেয়ার আগে পুতিনের সঙ্গে বৈঠক আয়োজনের কথা জানালেন তিনি।