অন্যান্য

পুমদী ইউনিয়নের ব্রিজ নির্মাণ কাজ বন্ধ টিকাদার পলাতক

  প্রতিনিধি 9 July 2025 , 5:40:45 প্রিন্ট সংস্করণ

নিজাম উদ্দীন

একবছর পেরিয়ে গেলেও এখনও শেষ হয়নি ব্রিজ নির্মাণের কাজ এইদিকে দুর্ভোগে পুমদী ইউনিয়ন বাসী। প্রতিদিন হাজার – হাজার মানুষ এই ব্রিজ দিয়ে পারাপার হয়। এই ব্রিজ নির্মাণ কাজ বন্ধ থাকাতে এলাকাবাসী ও স্কুল-কলেজের ছাত্র -ছাত্রীরা যাতায়াত করতে খুবই কষ্ট হচ্ছে, কাঠের পুল দিয়ে যাতায়াত করছে, এলাকাবাসী পক্ষ থেকে জানান প্রায়ই মিশুক ,সাইকেল, মোটরসাইকেল চলাচল করতে গিয়ে পুল ভেঙে পানিতে পরে যায়। ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ৭ তম শ্রেণির ছাত্র সামি বলেন আমাদের স্কুলে যেতে প্রতিনিয়ত কষ্ট হচ্ছে। আরও কয়েকজন জানান মোঃ জহিরুল ইসলাম (৩৮), মোঃ উজ্জ্বল মিয়া(৫০) আমাদের যাতায়াতের একটি মাত্র ব্যবস্হা ছিলো এই ব্রিজটি তাই সরকারের কাছে জোর দাবি দ্রুত যেন ব্যবস্হা নেয়া হয়, তাহলে আমরা এলাকাবাসী এই দুর্ভোগ থেকে রেহাই পাবো ইনশাল্লাহ। পরিশেষে হোসেনপুর এলজিইডি উপজেলা প্রকৌশলী গালিব মুরশীদকে বিষয়টি জানালে তিনি বলেন প্রয়োজনীয় ব্যবস্থা নিব খুব তারাতাড়ি আগের টিকাদার এর ঝামেলার কারণে এতদিন যাবত নির্মাণ কাজ বন্ধ ছিলো, খুব তারাতাড়ি প্রয়োজনীয় ব্যবস্থা নিব। এসময় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন প্রমুখ।
S/KS

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ