অন্যান্য

পোশাক শিল্পখাতকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের অভিযোগে ৬ জনকে আটক

  প্রতিনিধি 6 October 2024 , 6:09:40 প্রিন্ট সংস্করণ

মোঃ মিন্টু মিয়া, বিশেষ প্রতিনিধি:

আশুলিয়া শিল্পাঞ্চলে শিল্প খাতকে অস্থিতিশীল করার অভিযোগে ৬ জনকে আটক করেছে যৌথবাহিনী।

শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় আটককৃতদের আশুলিয়া থানায় হস্তান্তর করা হয়।

আত্মকৃতরা হলেন গিয়াস উদ্দিন, আবুল হোসেন নিমাই, মাহির, আরিফ, তাহেরুল ইসলাম ও রাজু আহমেদ। গ্রেপ্তারকৃতরা সবাই আশুলিয়ার পলাশবাড়ী এলাকার বসবাস কারে।

পুলিশ জানায়, বেশ কিছুদিন ধরে আশুলিয়া শিল্পাঞ্চলে কিছু দুষ্কৃতকারী বিশৃঙ্খলা তৈরি করে আসছে, যার ফলে শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটছে। এ নিয়ে প্রায় প্রতিদিনই শিল্পাঞ্চলে কিছু কারখানা বন্ধ রাখছে মালিকপক্ষ। এ ধরনের বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে শিল্পাঞ্চলে যৌথবাহিনীর অভিযান চলমান রয়েছে। এরই ধারাবাহিকতায় আজ ছয়জনকে আটক করা হয়।

শিল্পাঞ্চলে আজ অন্তত পাঁচটি কারখানা বন্ধ ছিল। এ ছাড়া আশুলিয়ার পলাশবাড়ী এলাকায় একটি করাখানায় শ্রমিক অসন্তোষের ঘটনা ঘটে।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ