অন্যান্য

প্রবাসীর জমি জোড়পূর্বক দখলের অভিযোগঃ

  প্রতিনিধি 4 January 2025 , 12:04:02 প্রিন্ট সংস্করণ

 

আব্দুল লতিফ সরকার,লালমনিরহাট প্রতিনিধিঃ

 

 

লালমনিরহাট জেলার কালীগঞ্জে মাঈনুদ্দিন নামে এক প্রবাসীর জমিতে নির্মাণ কাজ বন্ধ করে দখল করার অভিযোগ ওঠেছে। আজ শনিবার দুপুরে সংবাদ সম্মেলন করে বিষয়টি সাংবাদিকদের জানান প্রবাসী মাইনুদ্দিন (৩৫)। জমি বিক্রি করেও জমিতে নির্মান কাজ করতে দিচ্ছেন না শুদাংশু রায় নামে এক ব্যক্তি।

 

প্রবাসী মাঈনুদ্দিন জানান, দীর্ঘ ৯ বছর যাবত প্রবাসে থাকি, ২০২১ সালে দুহুলী এলাকার শুদাংশু রায়ের কাছ থেকে তিনটি টিনশেড দোকান সহ ৪ লাখ টাকা শতক দরে দেড় শতক জমি ক্রয়ের পর থেকে আমি ভোগ দখল করে আসছি। প্রবাস থেকে ২০২৩ সালে আবার ঐ শুদাংশু রায়ের কাছে দুইটি টিনসেট দোকান সহ ৬ লক্ষ টাকা দিয়ে আরো ১ শতক জমি ক্রয় করি। আমি গত ১লা জানুয়ারি জমির মাপজোক করে ০২ জানুয়ারী কাজ শুরু করলে জমি বিক্রেতা শুদাংসু পুলিশ নিয়ে এসে আমার কাজ বন্ধ করে দেয়। প্রবাসী মইনুদ্দিন অভিযোগ করে বলেন জমি বিক্রেতা শুদাংশু এলাকায় বিভিন্ন মানুষের কাছে জমি বিক্রি করে প্রতারনার মাধ্যমে টাকা আত্মসাৎ করেছেন। তার এমন কর্মকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে ন্যায় বিচার দাবি করেন তিনি। ঘটনায় জমি বিক্রেতা শুদাংশু রায়ের সঙ্গে মোবাইলে একাধিক যোগাযোগ করার চেষ্টা করলে তাকে পাওয়া যায়নি।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ