অন্যান্য

প্রবাসী নামক টাকার মেশিন দ্বীনেশের মৃত্য

  প্রতিনিধি 15 March 2025 , 1:30:32 প্রিন্ট সংস্করণ

মোঃইকরামুল হোসেন

 

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার ৭ নং পলাশবাড়ীয়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া বন-গ্রামের বাসিন্দা দ্বীনেশ কুমার বিশ্বাস , তিনি ছিলেন একজন মালোয়েশিয়া প্রবাসী। দ্বীনেশ কুমার রায়ের

এলাকাবাসী জানান সে জীনব জীবীকা সচ্ছল রাখার তাগিদে ২০০৭ সালে দেশ ও পরিবারের মায়া ত্যাগ করে পাড়ি জমায়

মালোয়েশীয়া নামক প্রবাসে

 

পরিবারের সূত্রে জানা যায় প্রবাসে পাড়ি জমানোর পর থেকেই তাদের সংসার সচল অবস্থায় চলছিলো।

 

কিন্ত ভাগ্যের কাছে হেরে গেলো দ্বীনেশ কুমার

 

জানা যায় চলতি বছরে গত ৭ মার্চ ২০২৫ ইং রোজ শনিবার মালোয়েশীয়া কর্মস্হল থেকে সড়ক দূর্ঘটনায় মারা যায়।

 

দ্বীনেশ কুমার রায়ের মৃত্যু সংবাদ পেয়ে মা বাবা, স্ত্রী-সন্তান পাড়া প্রতিবেশী সহ গোটা এলাকায় নেমে আসে শোকের ছায়া। পরিবার পরিজন ভেঙ্গে পড়ে কান্নায়

 

 

দ্বীনেশ কুমার রায়ের মৃত্যদেহ আজ শনিবার তার নিজ বাড়িতে পৌছায়।

 

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়

দ্বীনেশ কুমার রায় একজন হিন্দু ধর্মের অনুসারী তার ধর্মীয় রীতি নিতি অনুসারে মৃত্যদেহের কাজ সম্পূর্ণ করা হয়।

 

স্থানীয় এলাকাবাসী আরও জানায় তার আচার আচরন ব্যাবহারে হিন্দু-মুসলীম ছোট বড় কেউ অসন্তুষ্ট প্রকাশ করেনি।

 

সর্বপরি তার মৃত্যতে এলাকাবাসী শোকাও সমবেদনা জানায় তার পরিবারের প্রতি,, এবং সকল প্রবাসী যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানায়,,

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ