অন্যান্য

প্রবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে বাঘায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

  প্রতিনিধি 6 September 2025 , 1:52:38 প্রিন্ট সংস্করণ

বিপুল হোসেন সৈকত স্টাফ রিপোর্টার, রাজশাহী 

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) ১৪৪৭ হিজরী উপলক্ষে বাঘা উপজেলা প্রশাসনের উদ্যোগে হযরত মুহাম্মদ (সাঃ)-এর জীবন ও কর্মের ওপর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার ০৬ সেপ্টেম্বর ২০১৫ ইং সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজন করা হয়। আলোচনা সভার সঞ্চালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবিহা সুলতানা ডলি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শাম্মী আক্তার। বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেন বাঘা উপজেলা মডেল মসজিদের পেশ ইমাম মাওলানা আবুল কালাম আজাদ ও বাঘা ফাজিল মাদরাসার প্রভাষক ইব্রাহিম খলিল। এছাড়া বক্তব্য রাখেন বাঘা প্রেসক্লাবের আহ্বায়ক আব্দুল লতিফ এবং বাঘা ফাজিল মাদরাসার প্রভাষক হাফেজ ক্বারী ইন্তাজ আলী।

এছাড়া আর উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকগণ ও উপজেলার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীবৃন্দ।

আলোচকরা তাঁদের বক্তব্যে হযরত মুহাম্মদ (সাঃ)-এর জীবনাদর্শ ও কর্মমুখী দিকগুলো তুলে ধরে সমাজে শান্তি, সাম্য ও মানবকল্যাণে তাঁর অবদানের কথা স্মরণ করেন। শেষে দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ