
জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবিপ্রবি) শিক্ষার্থীদের জন্য ইফতার ও দোয়া মাহফিলের আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক মাঠে অনুষ্ঠিত এ আয়োজনে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীরা একত্রিত হয়ে ইফতার করেন এবং বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন।
মঙ্গলবার (১১ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন চত্বরে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রোকনুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ মোশারফ হোসেন।
উক্ত অনুষ্ঠানে সকলের জন্য মানসম্মত খাবার পরিবেশন করা হয়। এছাড়াও অনুষ্ঠানে নারী শিক্ষার্থী জন্য আলাদা বসার ব্যবস্থা করা হয় যা বিশ্ববিদ্যালয় পর্যায়ে অন্য রকম একটি আয়োজন। যা সকল শিক্ষার্থীদরা প্রশংসা করে এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানায়।
শিক্ষার্থী সাদ্ ইবনে অহিদ জানান, এ ধরনের আয়োজন শিক্ষার্থী মধ্যে পারস্পরিক সহযোগিতা ও বন্ধন দৃঢ় করবে, যা একটি সুন্দর ক্যাম্পাস পরিবেশ তৈরিতে সহায়ক হবে। প্রশাসনের আয়োজন কমিটিকে ধন্যবাদ জানায়। আশা করি বিশ্ববিদ্যালয় আগামীতেও এরক আয়োজন করবে।
আয়োজক কমিটির আহ্বায়ক আইকিউএসি সেলের অতিরিক্ত পরিচালক (ভারপ্রাপ্ত) ড. মুহাম্মদ শাহজালালের সভাপতিত্বে অনুষ্ঠানে রমজানের ফজিলত বিষয়ে আলোচনা করেন মেলান্দহ স্বাস্থ্য কমপ্লেক্স জামে মসজিদের খতিব ও ইমাম নাজের আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন আয়োজক কমিটির সদস্য সচিব হিসাব বিজ্ঞান বিষয়ের সহকারী অধ্যাপক ড. সৈয়দ নাজমুল হুদা।
উল্লেখ্য, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রথম বারের মতো শিক্ষার্থীদের জন্য ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করে , যা ক্যাম্পাসের শিক্ষার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশে সৃষ্টি করে।
জাবিপ্রবি প্রতিনিধি, সারোয়ার হাসান সজীব