মাসুদ চৌধুরী সাঈদ, মানিকগঞ্জ:
মানিকগঞ্জে প্রশাসন ম্যাসেজ করে চলছে ড্রেজার দিয়ে বালু উত্তোলন জনসাধারণের অভিযোগ। ড্রেজার মেশিন বসিয়ে মাটির তলদেশ থেকে বালু উত্তোলন করায় হুমকির মুখে পড়ছে পাশের ফসলি জমি। জমির উপর দিয়ে পাইপ লাইন স্থাপনের কারণে নষ্ট হচ্ছে কৃষি জমির নানা ফসল। কে বা কারা এই মেশিন চালাচ্ছে কোনো হোদিস মেলেনি সরেজমিনে। নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই, দীর্ঘদিন যাবৎ ড্রেজার মেশিন চালাচ্ছে। যারা চালায় তাদের বিরুদ্ধে কেউ মুখ খুলতে নারাজ। প্রশাসন জেনেও না জানার ভান করে আছে। জেলার শিবালয় উপজেলার মহাদেবপুর ইউনিয়ন রঘুনাথপুর বাজারের পাশে শাকরাইল যাওয়ার পথে রঘুনাথপুর এলাকায় আদা বেপারীর ডাঙায় ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করছে এই চক্র। শিবালয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি)কে জানানোর পরও বন্ধ হয়নি ড্রেজার মেশিন। সেই সাথে কৃষি জমির উপর দিয়ে পাইপ দেওয়ায় কৃষকের চরম ক্ষতি হচ্ছে। রিপোর্ট লেখার আগে আবারো শিবালয় উপজেলা নির্বাহী অফিসারকে জানানো হলে তিনি জানান, বিষয়টি আমার জানা নেই। তবে আমি দেখছি।