অন্যান্য

প্রাথমিক শিক্ষা পদকে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন, গর্বিত বোচাগঞ্জের সোহানা

  প্রতিনিধি 25 May 2025 , 4:48:57 প্রিন্ট সংস্করণ

আবুল ওহাব, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি:

প্রাথমিক শিক্ষা পদক ২০২৫-এর ক্রীড়া ইভেন্টে ১০০ মিটার দৌড়ে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার দকচাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সোহানা।

ইশানিয়া ইউনিয়নের দকচাই গ্রামের বাসিন্দা মো. সাইফুল ইসলামের কন্যা সোহানার এই অসাধারণ কৃতিত্বে আনন্দে ভাসছে তার পরিবার, বিদ্যালয় এবং পুরো এলাকাবাসী।

এর আগে সোহানা প্রথমে উপজেলা, পরে জেলা এবং বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন করে জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পায়। জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতায় সে তার দক্ষতা ও আত্মবিশ্বাসের মাধ্যমে প্রথম স্থান অর্জন করে দেশের শ্রেষ্ঠত্বের মুকুট ছিনিয়ে নেয়।

রোববার (২৫ মে) সকাল ১০টায় সরেজমিনে গিয়ে দেখা যায়, সোহানার এই সাফল্যকে ঘিরে বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্যোগে এক আনন্দ মিছিল বের হয়। মিছিলে অংশ নেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাগণ, অভিভাবকবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। মিছিলটি বিদ্যালয় চত্বর থেকে শুরু হয়ে স্থানীয় সড়কসমূহ প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয়ে এসে শেষ হয়।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারজানা ববি বলেন, “সোহানার এই সাফল্যে আমরা গর্বিত। তার কঠোর পরিশ্রম, আত্মনিয়োগ এবং শিক্ষকদের আন্তরিক সহযোগিতার ফলে আজ সে জাতীয় পর্যায়ে প্রথম হয়েছে। আমরা তার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।”

সোহানার এই অর্জন শুধু একটি বিদ্যালয়ের সাফল্য নয়, বরং এটি বোচাগঞ্জ উপজেলার শিক্ষা অঙ্গনের জন্য এক গৌরবোজ্জ্বল অধ্যায় রচনা করেছে।

সোহানাও তার অনুভূতি প্রকাশ করে জানায়, “এই অর্জন সৃষ্টিকর্তার কৃপা, আমার বাবা-মা এবং শিক্ষকদের সহযোগিতার ফল। আমি সকলের প্রতি কৃতজ্ঞ। ভবিষ্যতে দেশের জন্য আরও বড় কিছু করতে চাই এবং সবার দোয়া ও সহযোগিতা কামনা করি।”

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ