অন্যান্য

প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে নাচ-গানের শিক্ষক নিয়োগের প্রতিবাদে মনিরামপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল

  প্রতিনিধি 9 September 2025 , 3:34:40 প্রিন্ট সংস্করণ

মনিরামপুর (যশোর) প্রতিনিধি :

৬৫ হাজার প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানে নাচ-গানের শিক্ষক নিয়োগের প্রতিবাদে যশোরের মনিরামপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ। মঙ্গলবার বিকেলে মনিরামপুর পৌরশহরে মিছিল ও বিক্ষোভ সমাবেশের আয়োজন্ করে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর মনিরামপুর উপজেলা শাখা। প্রতিবাদ সমাবেশে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ন মহাসচিব মাওঃ রশিদ বিন ওয়াক্কাস বলেন, এদেশে শিক্ষার নামে অধর্ম চলবে না, নাচ গানের শিক্ষকের পরিবর্তে ধর্মিয় শিক্ষক নিয়োগ দিতে হবে। তিনি বলেন ২৪ এর স্বাধীনতার পরে বিপ্লবী সরকারের পরিবর্তে এনজিও সরকার এসেছে, যারা অতি কৌশলে ইসলামের গোড়া কেটে চলেছে। তিনি মনিরামপুরের গলার কাটা ভবদহ সমস্যার সামাধান চান এবং সমাধান না হওয়া পর্যন্ত এ এলাকা কে দুর্যোগপূর্ণ এলাকা ঘোষণার দাবি জানান। এসময় উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের নেতা মুফতি আশফাকুল আনওয়ার ইয়ামিন, আশরাফ ইয়াছিন, মাওলানা আজিজুর রহমান, আজহারুল ইসলাম, হাসান আল মামুন, মাহমুদুল হাসান প্রমুখ।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ