অন্যান্য

প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন নবাগত জেলা প্রশাসক জেলা ম্যাজিস্ট্রেট চৌধুরী মোয়াজ্জেম আহাম্মেদ। 

  প্রতিনিধি 17 September 2024 , 4:09:06 প্রিন্ট সংস্করণ

মো:জাহিদুল ইসলাম  

গাইবান্ধায় নবাগত জেলা প্রশাসক চৌধুরী মোয়াজ্জেম আহমদের সাথে জেলায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

 

আজ মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শরিফুল ইসলাম, মওদুদ আহমেদ সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন গাইবান্ধা প্রেস-ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি অমিতাভ দাশ হিমুন, সহ-সভাপতি খালিদ হোসেন, সাধারণ সম্পাদক ইদ্রিসুজ্জামান মনা, যুগ্ম সম্পাদক জাভেদ হোসেন সহ জেলার পৃথক পৃথক সংগঠনের সাংবাদিকগণ।

 

উল্লেখ্য, গত ২০০৫ সালে ২৪ তম বিসিএসের একজন কর্মকর্তা হিসেবে চৌধুরী মোয়াজ্জেম আহমদ নিয়োগ পান। এর আগে তিনি মন্ত্রিপরিষদ বিভাগের সংযুক্ত উপ- সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ