ফয়সাল হায়দার
‘সাংবাদিকের সঙ্গে প্রেম করার বড় জ্বালা!
—এই কথা মাঝেমধ্যেই শোনা যায় সাংবাদিকদের সঙ্গীদের মুখে। কেউ বলেন, সাংবাদিক মাত্রই একটু ‘হামবড়া’; কেউ বলেন, “সবসময় জ্ঞান দেয়ার একটা চেষ্টা থাকে!” অথচ মজার ব্যাপার হলো, প্রেমিক বা প্রেমিকা হিসেবে আবার তারাই নাকি সেরা!
এ যেন এক দ্বিমুখী বাস্তবতা। সাংবাদিকের স্বামী বা স্ত্রী অনেকেই রসিকতা করে বলেন, “যে কোনো পেশার মানুষকে জীবনসঙ্গী করো, তবে সাংবাদিক নয়!” কিন্তু প্রেমিক হিসেবে? এককথায়, এক নম্বর!
একাধিক সমীক্ষা বলছে, প্রেমিক/প্রেমিকা হিসেবে সাংবাদিকরা অন্য অনেক পেশার মানুষের চেয়ে বেশ এগিয়ে। কিন্তু কেন? এর পেছনে আছে কিছু মজার বাস্তবতা।
প্রেমিক বা প্রেমিকা হিসেবে সাংবাদিকরা এগিয়ে, এর ১০টি কারণ:
১. শহর তাদের হাতের মুঠোয়:
চাকরির খাতিরে সাংবাদিকদের নিত্যদিন নানা জায়গায় ঘুরতে হয়। ফলে শহরের অলিগলি, রাস্তাঘাট তাদের ঠোঁটস্থ। তাদের সঙ্গে প্রেম মানেই জীবনে অফুরন্ত অ্যাডভেঞ্চার আর ফুর্তির ছড়াছড়ি।
২. টাকার মোহ কম:
সাংবাদিকদের বেশিরভাগের আয় খুব একটা বেশি নয়। তাই অর্থের প্রতি মোহ তাদের জীবনে খুব একটা জায়গা পায় না। ভাবুন তো, এমন একজন মানুষ, যার কাছে ভালোবাসা টাকার চেয়ে দামী!
৩. ‘মাই টাইম’ নিশ্চিত:
সবসময় ব্যস্ত থাকার কারণে সাংবাদিক সঙ্গীর নিজের সময়ের ওপর খুব একটা হস্তক্ষেপ থাকে না। ফলে আপনার ব্যক্তিগত সময় উপভোগের সুযোগ পাবেন নিরুদ্বেগে।
৪. মাল্টিটাস্কিং মাস্টার:
সংবাদ জোগাড়, লেখা, এডিটিং—সব একসঙ্গে সামলাতে হয় সাংবাদিকদের। ফলে তারা হয়ে উঠেন স্বয়ংক্রিয় মাল্টিটাস্কার। বাড়িতে এমন পার্টনার কে না চায়?
৫. বকবকের শ্রেষ্ঠ সঙ্গী:
আলপিন থেকে আলাস্কা—সব বিষয়ে তাদের কিছু না কিছু বলার থাকে। একঘেয়েমি কাটাতে বা আড্ডা দিতে চাইলে তাদের চেয়ে ভালো সঙ্গী মিলবে না।
৬. ভালো শ্রোতাও বটে:
খবর সংগ্রহের জন্য নানান জনের কথা মন দিয়ে শুনতে হয়। ফলে ধীরে ধীরে তারা হয়ে ওঠেন দক্ষ শ্রোতা। আর সম্পর্কের ক্ষেত্রে একজন শ্রোতা মানেই সম্পদ।
৭. বিশ্বাসযোগ্য ও সহযোগিতাপ্রবণ:
সংবাদসূত্র গোপন রাখার অভ্যাস সাংবাদিকদের মধ্যে বিশ্বাসযোগ্যতা তৈরি করে। পাশাপাশি, মানুষের কথা শোনার অভিজ্ঞতা তাদের করে তোলে আরও সহানুভূতিশীল।
৮. কঠোর পরিশ্রমী:
দিন-রাত মিলিয়ে কাজের চাপ সাংবাদিকদের পরিশ্রমী করে তোলে। সম্পর্কেও তারা দিয়ে থাকেন সর্বোচ্চটা।
৯. সৃজনশীল:
লেখা, ছবি, ভিডিও—সব ক্ষেত্রেই সাংবাদিকদের সৃজনশীলতা জরুরি। জীবনের সঙ্গী যদি হয় সৃজনশীল, জীবনও হয়ে ওঠে রঙিন।
১০. মুখে সদা হাসি:
সব পরিস্থিতিতে হাসিমুখে কথা বলতে হয় বলে মুখে হাসিটা অনেকটাই অভ্যাসে পরিণত হয়। আর হাসিখুশি সঙ্গী কে না চায়?
সুতরাং, সাংবাদিকের সঙ্গে প্রেম কিংবা বিয়ে—যদিও কিছুটা চ্যালেঞ্জিং, তবে জীবন হতে পারে চমকপ্রদ, রোমাঞ্চকর এবং ভরপুর গল্পে!
তবে সাবধান, প্রেমে পড়লে যেন রিপোর্ট না হয়ে যায় নিজেরই!