ভারতীয় টেলিভিশন স্টার জলসায় প্রচারিত জনপ্রিয় ধারাবাহিক ‘বোঝেনা সে বোঝেনা’ তে ‘পাখি’ চরিত্রে অভিনয় করে তুমুল দর্শকপ্রিয়তা লাভ করেন মধুমিতা সরকার। বাংলাদেশেও তার ভক্ত সংখ্যা কম নয়!
১৮ পেরোতে না পেরোতেই মধুমিতা ভালোবেসে ঘর বাঁধেন অভিনেতা সৌরভের সঙ্গে। কিন্তু এ সংসার বেশি দিন টিকেনি। ২০১৯ সালে সৌরভের সঙ্গে বিবাহবিচ্ছেদ ঘটে তার। তারপর থেকে আর কারো সঙ্গে সম্পর্কে জড়ানোর গুঞ্জনও শোনা যায়নি এই অভিনেত্রীর।
গত পাঁচ বছরে তিনি ছিলেন টলিপাড়ার অন্যতম ‘সিঙ্গেল’ অভিনেত্রী। তবে এই দুর্গাপূজায় নিজের জীবনের নতুন আরম্ভের কথা জানালেন তিনি। প্রেম করছেন, আনন্দবাজার অনলাইনকে নিজেই জানালেন অভিনেত্রী।
সপ্তমীর মধ্যরাতে মধুমিতার হাতের উপর রাখা আর একটি হাত। চারপাশে নিস্তব্ধতা। অভিনেত্রী লিখলেন, ‘নতুন শুরু’। আরো একটি ছবি এলো প্রকাশ্যে, সেখানে প্রেমিকের সঙ্গে একই ফ্রেমে ধরা দিলেন। মধুমিতার পরনে কালো শাড়ি। অভিনেত্রীর সঙ্গে রংমিলান্তি করে কালো শার্ট পরেছিলেন তার প্রেমিক।
জানা গেছে মধুমিতার নতুন প্রেমিকের নাম দেবমাল্য চক্রবর্তী। এই প্রসঙ্গে মধুমিতা বলেন, ‘হ্যাঁ প্রেম করছি। তবে খুব সম্প্রতি আমাদের সম্পর্কটা শুরু হয়েছে।’
তবে কি খুব শীঘ্রই চার হাত এক হবে তাদের? শুনেই অভিনেত্রী বলেন, ‘সবে প্রেমের শুরুটা হয়েছে। বিয়ে নিয়ে এখনই কিছু ভাবিনি।’ তবে তার প্রেমিক অভিনয় জগতের কেউ নন। কিন্তু সামাজিকমাধ্যমের পাতায় অনেক অভিনেত্রীই দেবমাল্যকে অনুসরণ করেন। মধুমিতার কথায়, ‘সে কী করে, এখন একটু চাপাই থাক