গাইবান্ধা প্রতিনিধি
গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক কলেজ ছাত্রকে প্রেমের ফাঁদে ফেলে স্বাধীন প্রধান নামে এক কলেজ ছাত্রকে অপহরন করে একটি চক্র। পরে অভিযান চালিয়ে পুলিশ অপহরনের শিকার ওই কলেজ ছাত্রকে উদ্ধার ও ২ অপহরণকারীকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (০১ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম।
গ্রেফতারকৃতরা হলেন, পৌর এলাকার বুজরুক বোয়ালিয়া প্রধান পাড়ার নয়ন মিয়ার ছেলে শুভ মিয়া ওরফে সেলিম ও গুমানীগঞ্জ ইউনিয়নের কুড়িপাইকা গ্রামের আজিজার রহমানের ছেলে মামুন আকন্দ।
পুলিশ জানান, সাঘাটা উপজেলার কচুয়া ইউনিয়নের রামনগর গ্রামের হাবিজার রহমানের ছেলে কলেজ ছাত্র স্বাধীন প্রধানকে অচেনা নাম্বার থেকে এক মেয়ের মাধ্যমে কথা বলে প্রেমের ফাঁদে ফেলে, বেশ কয়েকদিন ফোনে কথা বলার পর দেখা করার জন্য গত ২৯ আগষ্ট সন্ধায় গোবিন্দগঞ্জ শহরে ডেকে আনে। আসার সময় স্বাধীন তার চাচাতো ভাই কে,এম স্বপন আলীকে সঙ্গে নিয়ে আসে। এরপর গোবিন্দগঞ্জ মৎস্য আড়ৎ গেলে, শুভ ও মামুন ওই দুজনকে ঝিলপাড়ার একটি বাসায় আটকে রাখলে, ধস্তাধস্তির এক পর্যায়ে কে,এম স্বপন আলী দৌঁড়ে পালিয়ে যায়। অপহরণকারীরা স্বাধীনকে অজ্ঞাত স্থানে আটক রেখে মোবাইলে তার পরিবারের কাছে এক লক্ষটাকা দাবী করে এবং বিকাশে তাদের দাবীকৃত মুক্তিপনের ৫হাজার টাকা নেয়। এ দিকে কে,এম স্বপন আলী পুলিশের জরুরী সেবা ৯৯৯ কল দিলে,খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানার এস, আই আনিসুজ্জামান শনিবার বিকালে সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে,পার্শ্ববর্তী শিবগঞ্জ উপজেলার দাঁড়িদহ এলাকা থেকে ভিকটিম কলেজ ছাত্র স্বাধীনকে উদ্ধার করে। সেই সঙ্গে শুভ মিয়া ওরফে সেলিম ও মামুন আকন্দকে গ্রেফতার করা হয়েছে।
গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম জানান, এ ঘটনায় শুভ মিয়া, মামুন আকন্দ, আতাউর রহমান, শাকিল মিয়া ও আল আমিনসহ অজ্ঞাত ২-৩ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে গ্রেপ্তার শুভ ও মামুনকে গতকাল রবিবার (৩১ আগস্ট) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।