অন্যান্য

প্রেসক্লাব মহম্মদপুরে জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের স্মরণে দোয়া ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান

  প্রতিনিধি 5 August 2025 , 5:01:01 প্রিন্ট সংস্করণ

ফয়সাল হায়দার, স্টাফ রিপোর্টার

মাগুরার মহম্মদপুরে জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে দোয়া মাহফিল, গণঅভ্যুত্থানের গল্প বলি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (০৫ আগস্ট) বিকেলে প্রেসক্লাব মহম্মদপুরে এই আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাব মহম্মদপুরের সভাপতি মো. আজিজুর রহমান টুটুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহম্মদপুর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ মৈমুর আলী মৃধা, সাবেক সদস্য সচিব মো. আক্তারুজ্জামান, উপজেলা জামায়াতের আমির মো. নুর আহমেদ, এবং সমাজসেবক মো. জিয়াউল হক বাচ্চু।

আয়োজনে আরও উপস্থিত ছিলেন জুলাই আন্দোলনে অংশ নেওয়া শহীদ ও আহতদের পরিবারের সদস্যবৃন্দ, উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

অনুষ্ঠানের শেষপর্বে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল। দোয়া পরিচালনা করেন মহম্মদপুর উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মো. মাহামুদুল হাসান।

এর আগে অনুষ্ঠিত হয় “গণঅভ্যুত্থানের গল্প বলি” প্রতিযোগিতা। অংশগ্রহণকারীদের মধ্য থেকে সেরা ৩ জন জুলাই যোদ্ধাদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন তাওফিক কামাল অভি, দ্বিতীয় হন মো. পিয়াল হাসান এবং তৃতীয় স্থান লাভ করেন মো. নুর ইসলাম।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রেসক্লাব মহম্মদপুরের সিনিয়র সাংবাদিক এস. আর. এ. হান্নান

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ