অন্যান্য

ফটিকছড়িতে গৃহবধূর রহস্যজনক মৃ.ত্যু: পরিবারের দাবি হ.ত্যা., স্বামীর দাবি আত্ম.হ.ত্যা

  প্রতিনিধি 22 June 2025 , 10:48:28 প্রিন্ট সংস্করণ

সাকিব চৌধুরী ক্রাইম রিপোর্টার চট্টগ্রাম

চট্টগ্রামের ফটিকছড়িতে বিয়ের এক বছরের মাথায় সাজু আকতার (৩০) নামে এক গৃহবধূর ঝু ল ন্ত মর দে হ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২১ জুন) সকালে উপজেলার কাঞ্চননগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হলি পাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত সাজু আকতার কাঞ্চননগর ইউনিয়নের ৩ নাম্বার ওয়ার্ডের বাসিন্দা নেজাম উদ্দিনের দ্বিতীয় স্ত্রী। একই ইউপি ৭ নং ওয়ার্ডের মাইজপাড়া এলাকার বাসিন্দা সুলতান আহমেদের একমাত্র কন্যা।

নিহত সাজুর পিতা সুলতান আহমেদ অভিযোগ করে বলেন, “আমার মেয়েকে তার স্বামী নেজাম উদ্দিনসহ শ্বশুরবাড়ির লোকজন দীর্ঘদিন ধরে শারীরিক ও মানসিক নির্যাতন করে আসছিল। তারা পরিকল্পিতভাবে সাজুকে হত্যা করে আত্মহত্যা বলে চালিয়ে দিতে চাচ্ছে। আমি এ হত্যার সঠিক বিচার চাই।

অন্যদিকে অভিযুক্ত স্বামী নেজাম উদ্দিন বলেন, “শ্বশুরবাড়ির লোকজন যেসব অভিযোগ করছে তা সম্পূর্ণ মিথ্যা। আমার স্ত্রী আত্মহত্যা করেছে। গতকাল সন্ধ্যায় আমার ভাইয়ের বউয়ের সঙ্গে তার ঝগড়া হয়। এরপর রাতে আমরা ঘুমাতে যাই। সকালে উঠে দেখি সে রান্নাঘরের পাশের রুমে ছাদের বিমের সঙ্গে ঝুলছে।

এ ব্যাপারে ফটিকছড়ি থানার তদন্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযোগের ভিত্তিতে বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ