মোঃ আসাদ আলী খান
সাবেক মন্ত্রী ও বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান মরহুম চৌধুরী কামাল ইবনে ইউসুফের সহধর্মিণী শায়লা কামাল ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার ভোর সাড়ে ৫টার দিকে তিনি ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
তার মৃত্যু নিশ্চিত করেছেন মরহুমার মেয়ে জাতীয়তাবাদী মহিলা দলের যুগ্ম-সাধারণ সম্পাদক নায়াব ইউসুফ। তিনি বলেন, আমার মা বেগম শায়লা কামাল ভোর সাড়ে ৫টায় ইন্তেকাল করেছেন। তার আত্মার মাগফিরাত কামনা করছি।
মরহুমার প্রথম জানাজা বুধবার সকাল ১১টায় গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হবে। পরে বাদ আসর ফরিদপুর শহরের ময়েজউদ্দিন উচ্চ বিদ্যালয় মাঠে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
শায়লা কামালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, ফরিদপুর জেলার যুবদল ও দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন ।
এছাড়া তার মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও বিশিষ্ট ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেছেন এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
পরিবার ও দলের পক্ষ থেকে সবাইকে জানাজায় অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।