মোঃ ইলিয়াছ খান ফরিদপুর
সালথায় ওয়ারেন্ট ভক্ত আসামি মোঃ বাবুল শিকদার কে পুলিশ গ্রেফতার করলে পুলিশের কাছ থেকে আসামিকে ছিনিয়ে নিয়েছেন যে সকল ব্যক্তিরা, তাদের মধ্যে তিনজনকে ইতিমধ্যেই পুলিশ গ্রেপ্তার করেছেন।
তাদেরকে রবিবার ৯ মার্চ ফরিদপুর আদালতে পাঠানো হয়েছে। বিকালে বেসাইটি নিশ্চিত করেছেন সালথার তদন্ত ওসি মারুফ হাসান রাসেল।
আটককৃতরা হলেন ফুকরা গ্রামের মৃত করিম ছেলে শিকদারের আওয়াল সিকদার। সরোয়ার শিকদারের ছেলে ফরিদ সিকদার,ও বাচ্চু মাতব্বরের ছেলে সাকিব মাতুব্বর।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শনিবার বিকালে সালথা থানার পুলিশের একটি টিম উপজেলার সোনাপুর ইউনিয়নের ফুকরা এলাকায় ওয়ারেন্টর আসামি গ্রেপ্তার করতে গিয়ে আসামীর পরিবার ও তার সহযোগিতারা পুলিশের উপর হামলা চালিয়ে আসামিকে সে নিয়ে নিয়ে যায়, এতে চার পুলিশ সদস্য গুরুতরআহত হয়,
এ ঘটনায় সালথায় একটি মামলা দায়ের করে পুলিশ।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আতাউর রহমান বলেন, শনিবার ফুকরা গ্রামে একটি পুলিশ টিম ওয়ারেন ভুক্ত আসামি গ্রেফতার করতে গেলে পুলিশের উপর হামলা চালিয়েছে, আসামি ছিনিয়ে নিয়ে যায়, এ সময় একজন এসআই , একজন এএসআই সহ চার পুলিশ সদস্য গুরুতর আহত হন। এক ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। পরে অভিযান চালিয়ে আরো তিনজনকে গ্রেফতার করা হয়।
পারো অভিযান চালিয়ে তিনজন আসামিকে গ্রেফতার করা হয় রবিবার তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।