মোঃ শাহাদাৎ হোসেন
ফরিদপুরের নগরকান্দায় আঞ্জুমান আরা বেগম (৫৪) নামে কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের এক নেত্রীকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।০২:৫৫ পিএম, ২৯ জুলাই ২০২৫ ইং তারিখে ।
মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে এ তথ্য জানান ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শামছুল আজম।
এর আগে সোমবার (২৮ জুলাই) বিকেল ৬টার দিকে নগরকান্দা উপজেলা সদরের সরকারি কলেজ রোড সংলগ্ন নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
আঞ্জামান আরা বেগম কেন্দ্রীয় মহিলা আওয়ামী লীগের সদস্য ও ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি। তিনি নগরকান্দা উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও ফরিদপুর জেলা পরিষদের সাবেক সদস্য ছিলেন। আঞ্জুমান আরা নগরকান্দার ছাগলদিয়া গ্রামের মৃত আব্দুস সামাম মাতুব্বরের মেয়ে।
ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শামছুল আজম বলেন, ঢাকার ডিএমপির ডিবির একটি দল তাকে গ্রেফতার করেছে। আমরা ঢাকার ডিএমপির ডিবির কাজে শুধু সহযোগিতা করেছি। গ্রেফতারের পর তাকে ঢাকার ডিবি কার্যালয়ে নিয়ে গেছে। বিস্তারিত তথ্য পরবর্তীতে জানানো সম্ভব হবে