প্রতিনিধি 20 March 2025 , 6:42:51 প্রিন্ট সংস্করণ
মোঃ চয়ন মোল্যা ফরিদপুর জেলা প্রতিনিধি।
অস্ত্র উদ্ধার অপরাধ দমন মানুষের জীবন যাপনে শান্তি শৃঙ্খলার রানার হিসেবে পরিচিত অপশক্তি আর অপরাধীদের জগতে এক আতঙ্কের নাম ফাহিম ফয়সাল তরফদার। ফরিদপুর পুলিশ বিভাগের কোতোয়ালি থানার পুলিশ অফিসার হিসেবে যিনি ইতিমধ্যেই সাধারণ মানুষের মধ্যে আস্থা আর বিশ্বাসের মৃদু মৃদু বাতি জ্বালাতে শুরু করেছেন। পুলিশের পোশাক গায়ে সততার দৃঢ় সংকল্পে মানুষের সেবায় শৃংখলায় দুঃখ দুর্দশায় তিনি যেন এক সাহসী নাম হিসেবে ইতিমধ্যে শহর এবং জেলার মানুষের কাছে আস্থা অর্জন করে চলেছেন। দু মাসে ফরিদপুর জেলার দুবার শ্রেষ্ঠ পুলিশ অফিসার হিসেবে তার নামই সমস্ত পর্যালোচনা শেষে নীতি নির্ধারক পুলিশ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অবিধান থেকে যে শব্দটি উচ্চারিত হয়েছে তিনি পুলিশ অফিসার ফাহিম ফয়সাল তরফদার।
প্রচন্ড সাহসী এবং জেদি তাকে কোন দায়িত্ব দেওয়া হলে তিনি সে যুদ্ধে জয়ী হওয়া না পর্যন্ত অবিরাম তার ন্যায় সঙ্গত আইনগত শুদ্ধতায় মানুষের সেবায় তিনি জীবন বাজি রেখে দুর্বার বেগে দায়িত্বের বোঝা কাঁধে ছুটে চলেন অবিরাম। অপশক্তির কনটাকীর্ণ ভেদ করে সমস্ত জরাজীর্ণতার মধ্য থেকে তিনি যে কাজটি করতে সক্ষম হন তা কিন্তু খুব সহজ নয়। দিন আর রাত কোথা দিয়ে চলে যায় কিভাবে প্রহর পার হয় সে হিসাব তিনি করেন না ।পরিবার কেউ সময় দিতে পারেন না তারপরও তিনি আনন্দ পান যখন তার পুলিশি অভিযানে একটি পরিবার হেসে ওঠে একটি অশ্রুসিক্ত মানুষের মুখে হাসি ফোটে যখন নির্যাতিত কোন নারীর বুকে তিনি শুনতে পান ফাহিম ভাই আপনি ছিলেন তাই কেউবা বলেন ভাই পুলিশকে কখনো এমন আবেগী ,বিনয়ী ,বুদ্ধিমত্তা ,দূরদর্শিতায এমন বিনাম্রতায় পাইনি ।কেউবা আবার আবেগ আপ্লুত হয়ে পুলিশ ভুলে গিয়ে এলাকার স্বজন মানুষের বান্ধব বলে জড়িয়ে ধরে কেঁদে ফেলেন। সত্যিই তো পুলিশ কোন ভয়ংকর জন্তু নয় পুলিশ কোন অগ্নি মশাল নয়। পুলিশ কোন আগ্নেয়গিরি নয়। পুলিশ তো মানুষ। পুলিশ তো আমাদের মতই একজন মানুষ তারও দুঃখ থাকে, ব্যাথা থাকে ,ভালোবাসা থাকে, সুখ থাকে, স্বপ্ন থাকে ।পুলিশ ও তো আমাদের মত একজন মানুষ। আমাদের সামাজিক নিরাপত্তায় আমাদের শৃঙ্খলায় পুলিশের প্রয়োজনীয়তা মর্মে মর্মে অনুধাবনের ।পুলিশ মানুষের শত্রু নয় পুলিশ মানুষের বন্ধু। যদিও কখনো কখনো পুলিশকে ব্যবহার করা হয়ে থাকে রাজনৈতিক যাঁতাকলে ,অপক্ষমতার পালাবদলে আজ দেশে সেই অধ্যায়ের ইতি টানা হয়েছে ।নতুন বিপ্লবের সূর্য হেসেছে আশা-আকাঙ্ক্ষার স্রোতধারায় মানুষ তার অধিকার আদায়ের স্বপ্ন সংকল্পের প্রভাত ফেরিতে পা ফেলে ফেলে যখন যাত্রা করেছে তখনও ষড়যন্ত্র আর কন্টাকের্ন তার মেঘ ভিড় করে আমাদের। আমরা সমবেত মানুষের শান্তি-শৃঙ্খলায় এই পুলিশকে যদি ভালোবাসায় সহযোগিতায় বন্ধু হিসেবে নিতে পারি আর যদি ফাহিম ফয়সালের মত পুলিশ অফিসাররা আমাদের পাশে থাকে তাহলে আমরা অবশ্যই সেই মেঘ ভেঙ্গে দিয়ে এগিয়ে যেতে পারবো। এসআই ফাহিম ফয়সাল তরফদার তার কর্মজীবনে 11 বার শ্রেষ্ঠ পুলিশ অফিসার হিসেবে পুরস্কৃত হয়েছেন। তার অপরাধ দমন কার্যক্রমে সবাই সন্তুষ্ট হয় না কেউ কেউ হয়তো ক্ষুব্ধ হন ব্যথিত হন আবার কেউ কেউ আনন্দিত হন তার সেবায় অনন্য মহিমায় তার জন্য পরম স্রষ্টার কাছে প্রার্থনা করেন।
তিনি এক প্রতিক্রিয়ায় বলেন, আমি যখন পুলিশের পোশাক গায়ে দিয়েছি সেদিন থেকেই ভয় কে দূরে ফেলে দিয়েছি আমার শপথ যখন আমাকে দেশ জাতি আর মানুষের জন্য আমাকে অঙ্গীকার করিয়েছে আমি তখন থেকেই মানুষের ভালোবাসা আর সেবা দেওয়ার জন্য আমি পরম দায়িত্বের বোঝা কাধে নিয়েছি। যতক্ষণ পারি আমি মানুষের জন্য কাজ করে যাব বাংলাদেশ পুলিশের সম্মান আর মর্যাদা কে অক্ষুন্ন রেখে পথ হেঁটে যাব পুরো বাংলাদেশেই আমার বিভাগ আমাকে যেখানেই কর্ম সেবায় নিয়োজিত করুক।আমি কাজ করে যাব।