প্রতিনিধি 17 June 2025 , 3:47:52 প্রিন্ট সংস্করণ
মো: শাহাদাৎ হোসেন
ফরিদপুরের নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়নের দফা গ্রামে মোহাম্মদ মিন্টুর একমাত্র মেয়ে পানিতে পড়ে মারা যাওয়ায় তার বাড়িতে গিয়ে এবং ঘোনাপাড়া গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের সমবেদনা জানান বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
মঙ্গলবার ১৬/৬/২০২৫ ইং তারিখে দুপুর ১২ টায় দফা গ্রামে মিন্টু মিয়ার বাড়িতে গিয়ে সসবেদনা জানান। এরপর ঘোনাপাড়া গ্রামে গিয়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ চট্রগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোস্তাক হোসেনের বাড়িতে গিয়ে সসবেদনা জানান এবং ব্যক্তিগত তহবিল থেকে সহায়তা প্রদান করেন। এ সময় তার সাথে রগরকান্দা উপজেলা বিএনপি ও পুরাপাড়া ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
ঘটনা স্তলে সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোঃ দবিরউদ্দীন পরিদর্শন করেন এবং আর্থিক সহযোগিতা করেন ।