মোঃ শাহাদাৎ হোসেন ।
ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলা পুরাপাড়া ইউনিয়ন আহ্বান ৯৫ ক্লাবের পক্ষ থেকে আজ ২৭/৬/২০২৫ ইং তারিখে সকাল ১১ টা ৩০ মিনিটের সময় ব্রাহ্মন ডাঙ্গা মৃত্যু চান সরদারের স্ত্রী মোছা : লাভলী বেগম কে একটি ঘর করে দেন উক্ত ঘরটি আজ শুভ উদ্বোধন করা হয় ।
উক্ত শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন :বাংলাদেশ জাতীয়তাবাদী দল পুরাপাড়া ইউনিয়ন বিএনপি'র সভাপতি জনাব দাউদুর রহমান ফকির,, আহ্বান ৯৫ ক্লাবের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মোঃ কামাল ফকির , মো: এনায়েত হোসেন, মো: মামুন মিয়া , মো: জাহিদুর মোল্লা , মোঃ খোকন মোল্লা , মো: বাকি মাতুব্বর প্রমোখ ৷
জনাব দাউদুর রহমান ফকির বলেন আহ্বান ৯৫ ক্লাবের কার্যক্রম খুব প্রশংসনীয় তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে তিনি বিশ্বাস করেন ।
আহ্বান ৯৫ ক্লাবের সাধারণ সম্পাদক জনাব মোঃ কামাল ফকির বলেন আমাদের কার্যক্রম অসহায় ছাত্র ছাত্রীদের লেখাপড়া সহযোগিতা ,বিভিন্ন প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ , শীতকালিন সময় শীতবস্তু বিতরণ, অসহায় পরিবারের সাহায্য প্রদান । আহ্বান ৯৫ ক্লাবের ব্যক্তিগত তহবিল থেকে সকল সহযোগিতা করে থাকেন ।