মোঃ শাহাদাৎ হোসেন
ফরিদপুর জেলা নগরকান্দা উপজেলা পুরাপাড়া ইউনিয়ন বনগ্রামের কৃতি সন্তান মোহাম্মদ জামিল মোল্লার ছেলে মোহাম্মদ হাসিব মোল্লা গত ১৪ /০৭/২০২৫ ইং তারিখে বিকাল ৫,৩০ মিনিটের সময় অ্যাক্সিডেন্ট করেন ।
জানতে পেলাম উক্ত মোঃ হাসিব মোল্লা তার খালাতো ভাই মোটরসাইকেল নিয়ে তাদের বাড়ি বেড়াইতে আসে মোঃ হাসিব মোল্লা তার কাছে না বলে মোটরসাইকেলটি নিয়ে পুরাপাড়া বাজারে রওনা হয় বাজারে আসার আগে গোয়ালদি সোয়ামিল নামে একটি স্থানে আসলে সোয়া মেলে থাকা গাছের সাথে একসিডেন্ট করেন ।
অতি দুঃখের সাইট বলতে হয় মোহাম্মদ হাসিব মোল্লা অত্যন্ত একটি হতদরিদ্র ঘরের সন্তান হাসিবের বাবা মহম্মদ জামিল মোল্লা তিনি একটি অটো গাড়ির ড্রাইভার সাংসারিক অবস্থা বেশি ভালো না কোনমতে দিন চলে তাদের এরই মধ্যে এই বড় দুর্ঘটনা মোহাম্মদ হাসিব মোল্লার ঘটে ।
মোটরসাইকেল এক্সিডেন্ট হওয়ার পরে প্রথমে তাকে নগরকান্দা স্বাস্থ্য কমপ্লেক্স এ নেয়া হয়, সেখান থেকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয় সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রিপাট করেন এরপরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয় । উক্ত হাসিব মোল্লা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে দেশবাসী তার জন্য দোয়া করবেন তার দীর্ঘ আয়ু সুস্থতা কামনা করছি ধন্যবাদ ।