স্টাফ রিপোর্টার মোঃ শাহাদাৎ হোসেন ।
ফরিদপুর জেলা সালথা উপজেলা বল্লভদী ইউনিয়ন আজ ৪/৮/২০২৫ ইং তারিখে রোজ সোমবার দুপুর ২ ঘটিকার সময় পূর্ব ফুলবাড়িয়া গ্রাম নিবাসী জনাব মো : লিটন মাতব্বরের একমাত্র কন্যা মোসা : লিজা খানম এর সঙ্গে ফুকরা গ্রাম নিবাসী মোহাম্মদ হায়দার শিকদারের ছেলে জনাব মো : মুজাহিদ শিকদার ৫ নং সোনাপুর ইউনিয়নের কৃতি সন্তান সরকারি ও ধর্মীয় নিয়ম অনুযায়ী শুভ বিবাহ অনুষ্ঠিত হয় ।
উক্ত শুভ বিবাহর অনুষ্ঠানে ২ থেকে ২৫০ জন দাওয়াতি মেহমান উপস্থিত ছিলেন ।
সুন্দর পরিবেশ সম্মত রাস্তার পাশে ফাঁকা জায়গা পানির উপরে জলন্ত বরের আসন করা হয় এই বরের আসন দেখে এলাকায় একটি চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ।
সাধারণ জনগণ বলেন এরকম পল্লী এলাকার মধ্যে পানির উপরে জলন্ত বরের আসন সাধারণতো দেখা যায়নি ।
উক্ত মোহাম্মদ লিটন মাতুব্বার বরের এবং দাওয়াতি মেহমানের সমস্ত আয়োজন শেষ করে অনুষ্ঠানটি সমাপ্ত করেন ।