অন্যান্য

ফিলিস্তিনি নৃশংস গণহত্যা ও গাজায় বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ

  প্রতিনিধি 21 March 2025 , 5:26:02 প্রিন্ট সংস্করণ

 

 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ ইয়াসিন আরাফাত

 

গাজা উপত্যকায় ফিলিস্তিনি স্বাধীনতাকামী মানুষের ওপর ইসরায়েলি বাহিনীর অমানবিক ও বর্বরোচিত হামলা ও নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন চাঁপাইনবাবগঞ্জের ধর্মপ্রাণ মুসলমানরা।

 

শুক্রবার জুমার নামাজ শেষে জেলা শহরের শান্তিমোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে বিশ্বরোড মোড়ে গিয়ে শেষ হয়৷ পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ সমাবেশে বক্তারা অবিলম্বে ফিলিস্তিনি মুসলমানদের ওপর সন্ত্রাসী হামলা বন্ধে বিশ্বনেতাদের হস্তক্ষেপ কামনা করেন।

 

একইসঙ্গে ফিলিস্তিনের মানুষদের প্রতি সবাইকে সহায়তার হাত বাড়ানোর আহ্বান জানান। এসময় তারা সরকারকে শুধু নিন্দা জানানোর মধ্যে সীমাবদ্ধ না থেকে বিশ্ব দরবারে এ ঘটনার বিরুদ্ধে বিশ্বমত গড়ে তুলতে সহযোগিতা করার আহ্বান জানান।

 

সমাবেশে বক্তারা ইসরায়েল ও ভারতীয় পন্য বয়কটের আহ্বান জানান। এসময় বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা মাহিন খান, মুনতাসির বিশ্বাস, তানভীর আহমেদ, রামকৃষ্ণপুর মসজিদের মোয়াজ্জিন আব্দুর রাজ্জাক, কোর্ট জামে মসজিদের ইমাম মো. সুলতান, আরামবাগ মসজিদের খতিব জাহিদ হাসান। বিক্ষোভ মিছিল ও সমাবেশে বিভিন্ন শ্রেণীপেশার কয়েকশ মুসল্লী অংশগ্রহণ করেন।

 

এছাড়াও জেলার শিবগঞ্জ, নাচোল ও গোমস্তা পুরে একই সময় একই ধরনের কর্মসূচি পালিত হয়।

 

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ