এস এম মনিরুজ্জামান:
ফিলিস্তিনি মুসলিমদের উপরে ইসরাইলী দখলদার বাহিনীর নৃশংস গনহত্যার বিরুদ্ধে বিশ্বব্যাপী হরতালের কর্মসূচির সাথে সংহতি জানিয়ে ভূরুঙ্গামারীতে সোমবার ৭ মার্চ সকাল এগারোটায় বিক্ষোভ মিছিল করেছে ভূরুঙ্গামারী উপজেলার সর্বস্তরের জনগণ। এতে নেতৃত্ব দেন ইসলামি আন্দোলনের ভূরুঙ্গামারী উপজেলার সভাপত মুফতি ওমর ফারুক ফারুকী। ভূরুঙ্গামারী কেন্দ্রীয় বাস টার্মিনালে সর্বস্তরের সাধারণ জনতা মিলিত হয়ে বিক্ষোভ সমাবেশ করেন। এতে বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী আন্দোলনের ভূরুঙ্গামারী উপজেলা শাখার আহবায়ক রোকনুজ্জামান, জেলা শাখার সদস্য শ্রাবন, রাশেদ ব্যাপারী, ইসলামি আন্দোলন বাংলাদেশ ভূরুঙ্গামারী উপজেলা শাখার সেক্রেটারি মুফতী এস এম মনিরুজ্জামান, ভূরুঙ্গামারী সরকারি কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ আজিজুর রহমান স্বপন, ইসলামী আন্দোলন বাংলাদেশ ভূরুঙ্গামারী শাখার সহ সভাপতি এইচ এম নুরুন্নবী প্রমুখ। পরে সেখান থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদিক্ষন করে কেন্দ্রীয় জামে মসজিদ হয়ে উপজেলার প্রাণকেন্দ্র জামতলা মোড়ে এসে সসংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ভূরুঙ্গামারী উপজেলা শাখার মাও: আশফাকুর রহমান জাওহারী। বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ইসরায়েল যুদ্ধ বিরতি ভঙ্গ করে গাজার নিরস্ত্র মানুষের ওপর প্রতিনিয়ত বর্বোরচিত হামলা করছে। এতে ফিলিস্তিনের শিশুসহ হাজার- হাজার নারী-পুরুষ নিহত হয়েছে। এ সময় বক্তারা গাজায় ইসরায়লের গণহত্যা এবং মুসলিম বিরোধী আগ্রাসন বন্ধ করতে জাতিসংঘ সহ অন্যান্য বিশ্ব সংস্থাকে জোড়ালো পদক্ষেপ গ্রহণ ও দেশ ব্যাপী ইসরায়লি পণ্য বর্জনের আহ্বান জানান। এক পর্যায়ে ইসরায়লের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কুসপুত্তলিকায় জুতা নিক্ষেপ ও দাহ করা হয়। উক্ত মিছিল ও সমাবশে বিভিন্ন শ্রেণী পেশার কয়েক হাজার মানুষ অংশ গ্রহণ করেন। ইসলামি আন্দোলন বাংলাদেশ ভূরুঙ্গামারী উপজেলা শাখার সভাপতি মাওলানা মুফতি ওমর ফারুক ফারুকীর দোয়া পরিচালনার মধ্য দিয়ে সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন।