জনতার দাবী

ফি”লি”স্তি”নে সাংবাদিকসহ গ”ণ”হ”ত্যা বন্ধের দাবিতে মানববন্ধন ও বি”ক্ষো”ভ কর্মসূচি পালন করেন রংপুরের সকল গণমাধ্যম কর্মী 

  প্রতিনিধি 10 April 2025 , 10:44:13 প্রিন্ট সংস্করণ

আরিফুল ইসলাম স্টাফ রিপোর্টার 

গাজায গণহত্যা বন্ধ এবং সাংবাদিক নির্যাতন বন্ধের দাবিতে রংপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে গণমাধ্যমকর্মীরা।আজ বুধবার ( ৯ এপ্রিল) বেলা ১১টা ৩০ মিনিটে রংপুর সম্মিলিত সাংবাদিক সমাজের উদ্যোগে মানববন্ধনে অংশ নেন রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজে, রংপুর প্রেসক্লাব, রংপুর রিপোর্টার্স ক্লাব, রিপোর্টার্স ক্লাব রংপুর, রংপুর সিটি প্রেসক্লাব, রংপুর রিপোর্টার্স ইউনিটি, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন, টেলিভিশন ক্যামেরা জার্নালিষ্ট এসোসিয়েশন রংপুর, বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলন, রংপুর অনলাইন রিপোর্টার্স এসোসিয়েশন, বেগম রোকেয়া সাংবাদিক সমিতিসহ কর্মরত দুই শতাধিক গণমাধ্যকর্মী অংশ নেন।

 

রংপুর সম্মিলিত সাংবাদিক সমাজের সদস্য সচিব একুশে টেলিভিশন, দৈনিক সংবাদ ও বাংলা ট্রিবিউনের বিভাগীয় প্রতিনিধি লিয়াকত আলী বাদলের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন রংপুর সাংবাদিক ইউনিয়ন-আরপিইউজের সভাপতি সালেকুজ্জামান সালেক, রংপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক আমাদের প্রতিদিনের সম্পাদক ও দৈনিক যুগান্তরের ব্যুরো প্রধান মাহবুব রহমান, দৈনিক মায়াবাজারের ভারপ্রাপ্ত সম্পাদক সুশান্ত ভৌমিক, আরপিইউজে সিনিয়র সহ সভাপতি চঞ্চল মাহমুদ, আরপিইউজে ও রংপুর রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক যমুনা টেলিভিশনের সিনিয়র করেসপনডেন্ট ও ব্যুরো প্রধান সরকার মাজহারুল মান্নান, রংপুর সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক করতোয়ার হুমায়ুন কবির মানিক, রংপুর রিপোর্টার্স ইউনিটির সভাপতি শিউলি বেগম, আরপিইউজে ও রংপুর রিপোর্টার্স ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক ও নিউজ ২৪ টেলিভিশনের ব্যুরো প্রধান রেজাউল করিম মানিক, রংপুর রিপোর্টার্স ক্লাবের কোষাধ্যক্ষ ও আরপিইউজের সাংগঠনিক সম্পাদক দৈনিক আমার দেশ ও এশিয়ান টেলিভিশনের ব্যুরো প্রধান বাদশাহ ওসমানি, রংপুর রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক চ্যানেল২৪ এর ব্যুরো প্রধান ফখরুল শাহীন, রিপোর্টার্স ক্লাব রংপুরের সাংগঠনিক সম্পাদক সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার আব্দুর রশিদ জীবন, বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আফজাল, টেলিভিশন ভিডিও জার্নালিস্ট এসোসিয়েশন রংপুরের আহ্বায়ক আলী হায়দার রনি, বৈষম্য বিরোধী সাংবাদিক আন্দোলনের সমন্বয়ক এসএম জাকির হোসাইন, মাহিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বাবলু নাগ, প্রথম আলোর নিজস্ব প্রতিবদেক জহির রায়হান, ডিবিসি নিউজের ব্যুরো প্রধান মাজেদ মাসুদ, এসএ টিভির ব্যুরো প্রধান আশিকুর রহমান, এখন টিভির ব্যুরো প্রধান মোকাররম হোসাইন, ডেইলি অবজারভারের ব্যুরো প্রধান লাবনি ইয়াসমিন লুনি, দৈনিক আমাদের কন্ঠের ব্যুরো প্রধান হারুন-অর-রশিদ বাবু প্রমুখ।

এসময় বক্তারা গাজায় সাংবাদিক এবং গণহত্যা এখনই বন্ধের দাবি জানান। গাজায় যুদ্ধ বন্ধে অন্তর্বতীকালীন সরকারকে চিঠি দেয়ার দাবি জানান। সাংবাদিক সমাজসহ সারা বিশ্বের গণমাধ্যমকর্মী এবং বিশ্ববাসিকে গাজায় যুদ্ধ বন্ধে সোচ্চার হওয়ার আহবান জানান সাংবাদিক নেতারা।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ