আন্তর্জাতিক

ফিলিস্তিন: এক অব্যক্ত কষ্টের নাম

  প্রতিনিধি 5 April 2025 , 2:22:09 প্রিন্ট সংস্করণ

হেফাজতে ইসলাম বাংলাদেশ কৃষ্ণপুর ইউনিয়ন শাখা খালিয়াজুড়ি, (নেত্রকোনা) এর আয়োজিত ইসরায়েল বিরোধী বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। উক্ত আয়োজিত ইসরায়েল বিরোধী বিক্ষোভ মিছিলে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী খালিয়াজুড়ি উপজেলার কৃষ্ণপুর ইউনিয়ন শাখার সাংস্কৃতিক ও মিডিয়া তথ্য বিষয়ক সম্পাদক আবু কাউসার রাহী। তিনি বলেন আমরা ভালো আছি কিন্তু আমাদের ফিলিস্তিনি ভাই বোনেরা ভালো নেই

প্রতিদিন সূর্য ওঠে, কিন্তু ফিলিস্তিনের আকাশে

আলো নয়—বোমার শব্দে জাগে শিশুরা। গৃহহীন মানুষেরা আর গৃহহারা স্বপ্নগুলো একে অপরকে জড়িয়ে ধরে কাঁদে। এক সময়ের সবুজ মাঠ আর পবিত্র ভূমি এখন ধ্বংসস্তূপে পরিণত। যেন পৃথিবীর সবচেয়ে প্রাচীন কান্নাগুলোর একটি এখানে বন্দী হয়ে আছে যুগের পর যুগ।

একটি জাতি কেবল ভূমির জন্য নয়—স্বাধীনতার জন্য লড়ছে। তাদের চোখে স্বপ্ন নেই, তবু লড়াই আছে। বুক ফাটা আহাজারি, মায়ের কান্না, শিশুদের হতবাক চাহনি—সবই যেন একটাই প্রশ্ন করে: “আমরা কি শুধু ফিলিস্তিনি বলে এই যন্ত্রণা পাওয়ার যোগ্য?”

এই যুদ্ধ কোনো ধর্মের নয়, কোনো রাজনৈতিক শক্তির খেলাও নয়—এটা মানবতার পরাজয়ের গল্প। যখন পৃথিবী চুপ থাকে, তখন ফিলিস্তিন চিৎকার করে আমাদের বিবেককে নাড়া দেয়।

আমরা দূরে থাকি, কিন্তু কষ্টটা যেন আমাদের হৃদয়েও বাজে। আমরা কিছুই করতে না পারলেও, অন্তত অনুভব করতে পারি, কেঁদে নিতে পারি, আর বলি—হে ফিলিস্তিন, তুমি একা নও।

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ