অন্যান্য

ফিল্মী স্টাইলে অপহরণের ৬ দিন পর অপহৃতকে ঢাকা থেকে উদ্ধার, গ্রেফতার – ৫

  প্রতিনিধি 23 March 2025 , 3:58:06 প্রিন্ট সংস্করণ

দেলোয়ার হোসাইন মাহদী (ব্রাক্ষণবাড়িয়া) প্রতিনিধি :  

 

 

ব্রাক্ষণবাড়িয়া জেলাধীন নাসিরনগর উপজেলাস্থ ফান্দাউক বাজার থেকে ফিল্মী কায়দায় অপহরনের ৬ দির পর শনিবার (২২ মার্চ ) আরেক নাটকীয় কৌশলে রাজধানী ঢাকা থেকে উদ্ধার করা হয়েছে অপহৃত যুবক নয়ন দাস(২০)কে।

 

 

(১৬ মার্চ) সকাল ৯.৫৮ মিনিটে ফান্দাউক বাজারের নিজ দোকান থেকে ডেকে বের করে ১টি মাইক্রোবাসে তুলে নয়নকে অপহরন করে নিয়ে যায় অপহরনকারীরা। ঐ দিন রাতেই নয়নের বাবা রামু দাস বাদী হয়ে নাসিরনগর থানায় ১টি অভিযোগ দায়ের করেন। বিভিন্ন পত্র পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সারাদেশে ছড়িয়ে পড়ে এ অপহরণের খবর। এরপর থেকেই নয়নের পরিবার ও এলাকায় বিরাজ করে ব্যাপক আতংক। এরই মধ্যে অপহরণকারীরা নয়নের পরিবারের কাছে নির্যাতনের ছবি ও অডিও পাঠিয়ে বিভিন্ন ধরনের হুমকি ধমকি দিয়ে নয়নের পরিবার থেকে আদায় করে নিয়েছেন বেশ কিছু অর্থ।

 

এদিকে অপহৃত নয়নকে উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যায় নাসিরনগর থানা পুলিশ ও আইনশৃংখলার দায়িত্বে নিয়োজিত বিভিন্ন বাহিনী। চলমান আতংক আর উৎকন্ঠার মাঝেই শনিবার ভোর রাতে ঢাকার যাত্রাবাড়ি এলাকা থেকে অপহরণে জড়িত ৫ ব্যক্তিসহ উদ্ধার করা হয় নয়নকে।

 

 

এ ব্যপারে নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মো: খাইরুল আলম জানান, নয়নকে ঢাকা থেকে উদ্ধার করা হয়েছে এবং অপহরণে জড়িত ০৫ ব্যাক্তিকে গ্রেফতার করা হয়েছে।

 

 

Author

আরও খবর

                   

জনপ্রিয় সংবাদ