প্রতিনিধি 18 February 2025 , 5:49:52 প্রিন্ট সংস্করণ
কাজী আনোয়ার হোসেন (স্টাফ রিপোর্টার)ঃ-
রিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৭ফেব্রুয়ারি) ডিএসসিসির আওতাধীন বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
ডিএসসিসি নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলামের নেতৃত্বে ঢাকা মেডিকেল কলেজ এলাকায় এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদাখানমের নেতৃত্বে অফিসার্স ক্লাব এলাকায় পৃথক দুটি অভিযান পরিচালনা করা হয়।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মুখপাত্র রাসেল রহমান জানান, অভিযানে ঢাকা মেডিকেল কলেজের সামনে ও অফিসার্স ক্লাবসংলগ্ন রাস্তায় অবৈধভাবে স্থাপিত দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এছাড়া ফুটপাত ও রাস্তা দখলমুক্ত রাখতেজনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং করা হয়।অভিযান পরিচালনাকালে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাত্মক সহযোগিতাদেন।
তিনি বলেন,পবিত্র রমজান মাসকে সামনে রেখে নাগরিকদের চলাচল নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্য করতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনেরভ্রাম্যমাণ আদালত ও অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।
এএসএস/এআইএস