প্রতিনিধি 14 August 2025 , 8:49:38 প্রিন্ট সংস্করণ
ফুলপুর প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলপুর উপজেলার আলোকদী গ্রামে মোছাঃ সুমা আক্তারের স্বামী সৌদি প্রবাসী খলিলুর রহমান (৪২)কে হত্যা করে পুকুরে ফেলে রাখার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিহতের স্ত্রী থানায় এজাহার দায়ের করেছেন।
এজাহার সূত্রে জানা যায়, বুধবার (১৩ আগস্ট) জোহরের নামাজ শেষে খাওয়া-দাওয়া করে দুপুর আড়াইটার দিকে পুরাতন বাড়িতে এক আত্মীয়ের কাছে যাওয়ার উদ্দেশ্যে বের হন খলিলুর রহমান।
কিন্তু তিনি আর ফিরে আসেননি। সন্ধ্যায় বাড়ির বারান্দায় তার জুতা পাওয়া যায়। পরে এলাকাবাসীর মাধ্যমে খবর পেয়ে পরিবারের সদস্যরা পাশের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের পুকুরে খোঁজাখুঁজি করে প্রথমে একটি খোলা ছাতা এবং পরে পানির নিচে খলিলুর রহমানের লাশ উদ্ধার করেন।
পরিবারের দাবি, নিহতের মুখমণ্ডলে রক্তাক্ত জখম এবং কান, গলার নিচে ও বুকে আঘাতের চিহ্ন ছিল। তারা ধারণা করছেন, দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে চারটার মধ্যে কোনো একসময় অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে হত্যা করে পুকুরে ফেলে যায়।
খবর পেয়ে ফুলপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে ও লাশ ময়নাতদন্তের জন্য প্রেরণ করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।